ডিভিলিয়ার্সের দাপটের মধ্যেই নজর কাড়ল সরফরাজের তাক লাগানো এই শট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 May 2018 02:04 PM (IST)
নয়াদিল্লি: আইপিএলের ম্যাচে এবি ডিভিলিয়ার্স ও মনই আলির জোড়া অর্ধশতরানের দৌলতে বিশাল রান তুলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৪ রানে হারিয়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা হায়দরাবাদকে হারিয়ে প্লে অফের সম্ভাবনা জাগিয়ে রাখল বিরাট কোহলির দল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২১৮ রানের বিশাল স্কোর খাড়া করে বেঙ্গালুরু। জবাবে ব্যাট করতে নেমে ২০৪ রানেই থামতে হয় কেন উইলিয়ামসনের দলকে। উইলিয়ামসন (৪২ বলে ৮১) এবং মণীষ পান্ডে (৩৮ বলে ৬২) একটা সময় ত্রাসের সঞ্চার করেছিল বেঙ্গালুরু শিবিরে। কিন্তু শেষমুহূর্তে চাপের মুখে ছয় ছিনিয়ে নেয় বেঙ্গালুরু। এই ম্যাচে ব্যাটে ও ফিল্ডিংয়ে নজর কেড়েছেন এবি ডিভিলিয়ার্স। এরইমধ্যেই আরসিবি-র তরুণ ব্যাটসম্যান সরফরাজ খানও নজর টানলেন। বেঙ্গালুরুর ইনিংসের ১৯ তম ওভারে বাসিল থাম্পির বলে একটা চমকে দেওয়ার মতো শটে ছক্কা মারেন সরফরাজ। থাম্পির ১৪০ কিমি গতির ফুলটস ব্যাটের মুখটা খুলে চামচের মতো উল্টোদিকে তুলে দেন সরফরাজ।