হায়দরাবাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টি ২০ ম্যাচে অধিনায়ক বিরাট কোহলির অপরাজিত ৯৪ রানের ইনিংসে ভর করে জয়ী হয়েছে ভারত। টি ২০-তে এত বেশি রান তাড়া করে এর আগে কখনও ভারত জেতেনি। হায়দরাবাদের রাজীব গাঁধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কোহলিও টি ২০-তে তাঁর সর্বোচ্চ রানের ইনিংস খেললেন। ছয় উইকেট হাতে থাকতেই ভারত ২০৮ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে গেল।

এই ইনিংস চলাকালে কোহলির সঙ্গে ক্যারিবিয়ান পেসার কেসরিক উইলিয়ামের টক্কর চোখে পড়ল। ১৮ তম ওভারে কোহলি লেগ সাইডে একটা ছয় মারার পর নোটবুক সেলিব্রেশন করলেন কোহলি। আসলে উইলিয়ামসকে উইকেট নেওয়ার পর এ ধরনের সেলিব্রেশন করতে দেখা যায়। কোহলি তাঁকে নকল করলেন। আর তা দেখে দর্শকরা হাসি চাপতে পারলেন না।
ম্যাচের পর কোহলি মনে করিয়ে দিলেন ২০১৭-র একটি টি ২০ ম্যাচের কথা।



পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলিকে প্রশ্ন করা হয়, তিনি কি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ দেখেন? জবাবে কোহলি জানালেন, তিনি সিপিএল দেখেন না। জামাইকায় তাঁকে আউট করার পর উইলিয়ামস এভাবে সেলিব্রেশন করেছিলেন। তাই তিনিও নোটবুকে কিছু লেখার ভঙ্গি করেন।



২০১৭-তে উইলিয়ামস কোহলিকে আউট করার পর নোটবুক-স্টাইলে বিদায় জানিয়েছিলেন। কিন্তু ওই ঘটনা কোহলি ভোলেননি।