অস্ট্রেলিয়া দলের সঙ্গে ভারত সফরে আসেননি ম্যাক্সওয়েল। তিনি বিগ ব্যাশ লিগ মাতিয়ে রেখেছেন। মেলবোর্নের হয়ে ভালই পারফরম্যান্স দেখাচ্ছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তিনি আইপিএল-এ খেলবেন। ১০.৭৫ কোটি টাকা দিয়ে তাঁকে দলে নিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব। এর আগেও তিনি পঞ্জাবের হয়ে খেলেছিলেন। পুরনো দলে ফিরলেন তিনি। দেখুন, বিগ ব্যাশ লিগের ম্যাচে স্কুপ করতে গিয়ে ব্যর্থ, অদ্ভুতভাবে আউট হলেন ম্যাক্সওয়েল
Web Desk, ABP Ananda | 18 Jan 2020 03:55 PM (IST)
অস্ট্রেলিয়া দলের সঙ্গে ভারত সফরে আসেননি ম্যাক্সওয়েল।
মেলবোর্ন: বিগ ব্যাশ লিগে পারথ স্কর্চার্সের বিরুদ্ধে ম্যাচে অদ্ভুতভাবে আউট হলেন মেলবোর্ন স্টারসের অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল। তিনি স্কুপ করে একটি বলে বাউন্ডারি মারতে গিয়ে ব্যর্থ হন। বলটি তাঁর ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষকের হাতে চলে যায়। ক্রিকেটপ্রেমীরা এই আউটের ভিডিও দেখে তাজ্জব।