স্ত্রী ব্যস্ত সাজতে, মগ্ন ফোন নিয়ে, জামাকাপড় কাচা থেকে শুরু করে শৌচালয় সাফ, সবই করছেন এই তারকা ক্রিকেটার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Mar 2020 06:36 PM (IST)
অভিনেতা হোক বা খেলোয়াড়, বাড়িতেই থাকছেন প্রত্যেকে। কেউ বাড়ির জিমে শরীরচর্চায় ব্যস্ত, কেউ মগ্ন রান্নাঘরে পছন্দের পদ রাঁধতে। কেউ আবার গেরস্থালির কাজে হাত লাগাচ্ছেন।
নয়াদিল্লি: করোনা আতঙ্কের রেশ পড়েছে জনজীবনে। ভারতে একদিকে যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, পরিস্থিতি সামাল দিতে তখন দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাড়িতে স্বেচ্ছাবন্দি হয়ে সময় কাটছে সাধারণ মানুষের। একই ছবি তারকাদের দুনিয়াতেও। অভিনেতা হোক বা খেলোয়াড়, বাড়িতেই থাকছেন প্রত্যেকে। কেউ বাড়ির জিমে শরীরচর্চায় ব্যস্ত, কেউ মগ্ন রান্নাঘরে পছন্দের পদ রাঁধতে। কেউ আবার গেরস্থালির কাজে হাত লাগাচ্ছেন। শিখর ধবন যেমন। ভারত-দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে সিরিজ স্থগিত হয়ে গিয়েছে। চোট সারিয়ে সেই সিরিজেই প্রত্যাবর্তন ঘটানোর কথা ছিল বাঁহাতি ওপেনারের। আপাতত স্বেচ্ছায় গৃহবন্দি ধবন। নিজেকে ব্যস্ত রাখছেন ঘরকন্নার কাজে। কী করছেন ধবন? জামাকাপড় কাচছেন! বাড়ির শৌচালয় সাফ করছেন! আর তাঁর স্ত্রী আয়েশা তখন ব্যস্ত মেক আপ করতে! কখনও আবার মগ্ন ফোনে কথা বলায়! নিজেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ধবন। মজার সেই ভিডিওতে তাঁকে দেখা যাচ্ছে বাথটাবে জামাকাপড় কাচতে। স্ত্রী আয়েশা তখন আয়নার সামনে দাঁড়িয়ে সাজছেন। পরে আয়েশা ফোনে কথা বলার ফাঁকে রীতিমতো শাসনের ভঙ্গিতে নির্দেশ দিচ্ছেন ধবনকে। আর সেই মতো কমোড পরিষ্কার করছেন বাঁহাতি ব্যাটসম্যান। ব্যাকগ্রাউন্ডে বাজছে হিন্দি সিনেমার মজার একটি গান। ধবন ট্যুইট করেছেন, ‘বাড়িতে এক সপ্তাহ কাটানোর পর জীবন এরকমই। বাস্তব খুব কঠিন।’