এবারের আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অসাধারণ খেলেছেন ওয়ার্নার। রাজস্থান রয়্যালসের হয়ে অবশ্য ব্যাট হাতে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি স্মিথ। তবে তিনি জানিয়েছেন, আইপিএল-এ খেলে তিনি লাভবান হয়েছেন। টি-২০ ক্রিকেট খেললে ৫০ ওভারের ম্যাচের জন্য ভালভাবে তৈরি হওয়া যায়। দেখুন, অসাধারণ ক্যাচে লাথামকে ফেরালেন স্মিথ
Web Desk, ABP Ananda | 06 May 2019 06:49 PM (IST)
এই ম্যাচেই ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন ওয়ার্নার।
ব্রিসবেন: বিশ্বকাপের আগে ফর্মে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। আইপিএল-এর মাঝপথে দেশে ফিরে জাতীয় দলে যোগ দিয়েই তাঁরা ভাল পারফরম্যান্স দেখালেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে অসাধারণ ক্যাচ নিয়ে টম লাথামকে ফেরালেন স্মিথ। এই ম্যাচেই ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন ওয়ার্নার। ২১৬ রানের টার্গেট তাড়া করতে নেমে এক উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া।