দেখুন, ম্যাচ জেতার আগেই স্ট্যাম্প তুলে জয়োল্লাস শ্রীলঙ্কার আসেলা গুণরত্নের
Web Desk, ABP Ananda | 27 Jan 2017 09:03 PM (IST)
কেপটাউন: ম্যাচ জিততে গেলে তখনও এক রান করতে হত। কিন্তু উত্তেজনার বেশ সেকথা আর খেয়াল ছিল না শ্রীলঙ্কার আসেলা গুণরত্নের। ডেন প্যাটারসনের বাউন্সারে বাউন্ডারি মেরেই স্ট্যাম্প তুলে নিয়ে জয়োল্লাসে মেতে ওঠেন তিনি। নন-স্ট্রাইকার প্রসন্ন এসে গুণরত্নকে মনে করিয়ে দেন, আরও একটি রান বাকি। তখন উল্লাস থামিয়ে পরের বল খেলার জন্য তৈরি হন গুণরত্নে। সেই বলে আরও একটি রান করে ফের জয়োল্লাসে মেতে ওঠেন তিনি। এই টি-২০ ম্যাচেই চোট সারিয়ে ফিরলেন এবি ডিভিলিয়ার্স। প্রথমে ব্যাট করে ১৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা। ডিভিলিয়ার্স ৪৪ বলে ৬৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন। কিন্তু পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রীলঙ্কা। ৬৮ রান করেন নিরোশন দিকওয়েল্লা। তবে ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত গুণরত্নের জয়োল্লাস। দেখুন সেই ভিডিও