ব্যাঙ্গালোর: অস্ট্রেলিয়াকে তিন ম্যাচের একদিনের সিরিজে ২-১ হারাল ভারত। রবিবার ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজের নির্ণায়ক ম্যাচে ভারত সাত উইকেটে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। টসে হেরে ফিল্ডিং করতে নামে ভারতীয় দল। মহম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাডেজাদের দুরন্ত পারফরম্যান্সের পর দাপট দেখালেন ব্যাটসম্যানরাও। হিটম্যান রোহিত শর্মার সেঞ্চুরি, অধিনায়ক বিরাট কোহলি ঝকঝকে ৮৯ রানের সাহায্যে ভারত অস্ট্রেলিয়াকে পর্যুদস্ত করল।
অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নামে। স্টিভ স্মিথ ১৩২ বলে ১৩১ রানের ইনিংস খেলেন। কিন্তু অন্যপ্রান্তের ব্যাটসম্যানরা তাঁকে সেভাবে সঙ্গত করতে পারেননি। ইনিংসে স্টিভ স্মিথের একটা শট সবার নজর কেড়ে নিয়েছে। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির কায়দায় হেলিকপ্টার শট মারলেন স্মিথ। আর এই শটে ছক্কা হাঁকালেন স্মিথ।
নভদীপ সাইনির বলে লেগ সাইডে নিখুঁত হেলিকপ্টার শটে ছয় মারলেন স্মিথ।