ভিডিওতে দেখুন, গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ট্রেন্ট বোল্টের চমকপ্রদ ফিল্ডিং
Web Desk, ABP Ananda | 08 Apr 2017 07:06 PM (IST)
রাজকোট: গতকাল জয় দিয়েই এবারের আইপিএল অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। বোলাররা বিশেষ ভাল পারফরম্যান্স দেখাতে না পারলেও, অধিনায়ক গৌতম গম্ভীর ও ক্রিস লিনের ঝোড়ো ব্যাটিংয়ে ১০ উইকেটে জয় পেয়েছে কেকেআর। বল হাতে নজর কাড়তে না পারলেও, অসাধারণ ফিল্ডিংয়ে সবাইকে চমকে দিয়েছেন ট্রেন্ট বোল্ট। গুজরাতের ইনিংসের ১৪তম ওভারের প্রথম বলে পীযূষ চাওলার বল বাউন্ডারির বাইরে পাঠানোর চেষ্টা করেন সুরেশ রায়না। বাউন্ডারি লাইনের কাছে ক্যাচ ধরে নেন বোল্ট। কিন্তু শরীরের ভারসাম্য বজায় রাখতে না পেরে শূন্যে লাফিয়ে উঠে বাউন্ডারির বাইরে চলে যান তিনি। সেই অবস্থায় বল মাঠে ফেরত পাঠিয়ে ওভার বাউন্ডারি বাঁচিয়ে দেন তিনি। দেখুন, সেই অসাধারণ ফিল্ডিং