পার্থ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে কিংবদন্তি জন্টি রোডসকে মনে করালেন দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা। অস্ট্রেলিয়ার বাঁ হাতি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে অবিশ্বাস্যভাবে রান আউট করলেন বাভুমা। মাত্র ০.২৬৪ সেকেন্ডে বল থ্রো করে উইকেট ভেঙে দেন দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার। প্রথমে বোঝাই যায়নি ওয়ার্নার রান আউট হয়েছেন। অস্ট্রেলিয়ার এই ওপেনার নিজেও ভেবেছিলেন, উইকেটে বল লাগার আগেই তিনি ক্রিজে পৌঁছে গিয়েছেন। কিন্তু রিপ্লেতে দেখা যায়, ওয়ার্নারের ব্যাট ক্রিজ ছোঁয়ার আগেই বল উইকেট ভেঙে দিয়েছে।
আরও পড়ুন
১৭৭ রানে অস্ট্রেলিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা
এই ম্যাচে ব্যাট হাতেও ভাল পারফরম্যান্স দেখিয়েছেন বাভুমা। তিনি অর্ধশতরান করেছেন। তবে ফিল্ডিংয়ে যে পারফরম্যান্স দেখালেন, তা সাম্প্রতিক সময়ে কেউ দেখাতে পারেননি। স্বয়ং ওয়ার্নার থেকে শুরু করে দু দলের ক্রিকেটাররা বাভুমার ফিল্ডিংয়ের প্রশংসা করছেন। প্রাক্তন ক্রিকেটাররাও উচ্ছ্বসিত।
দেখুন সেই অবিশ্বাস্য রান আউট