এই ভিডিওর মূল আকর্ষণ দীপিকা, কিন্তু বাস্তবে এটা ভারতীয় ক্রীড়াবিদদের নিয়ে একটা সেলিব্রেশন। বিজ্ঞাপনে রয়েছেন জ্যোৎস্না চিনাপ্পা (স্কোয়াশ), জ্যোতি অ্যান বুরেট (ফুটবল), হরমনপ্রীত কৌর (ক্রিকেট), তানভীর হংস (ফুটবল), রানি রামপাল (হকি), শুভলক্ষ্ণী শর্মা (ক্রিকেট), স্মৃতি মানধানা (ক্রিকেট), ঈশিতা মালব্য (সার্ফিং)। এঁদের প্রত্যেককে দেখা যাচ্ছে শহরের রাজপথে কতটা কঠিন প্রশিক্ষণ তাঁদের প্রতিমুহূর্তে করতে হয়। মূলত, প্রতিটা ক্রীড়াবিদ কতটা পরিশ্রম করেন, সেটাই দেখা গিয়েছে এই ভিডিওতে।
দীপিকা যিনি একজন জাতীয় স্তরের ব্যাডমিন্টন প্লেয়ার ছিলেন এক সময়, কিন্তু পরে খেলা ছেড়ে মডেলিং করতে শুরু করেন। আবার এই বিজ্ঞাপনের সৌজন্যে ফের র্যাকেট হাতে ফিরে এলেন দীপিকা পাড়ুকোন।
দেখুন সেই বিজ্ঞাপনের ঝলক, যা ভেঙেছে সমস্ত রেকর্ড