এক্সপ্লোর
দেখুন: ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে হিট উইকেট হলেন কোহলি

রাজকোট: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের চতুর্থ দিন আজিঙ্কা রাহানের সঙ্গে ব্যাটিং শুরু করেন গতকালের অপরাজিত ব্যাটসম্যান বিরাট কোহলি। প্রথম ইনিংসে ইংল্যান্ডের রান টপকে যাওয়ার জন্য সমর্থকরা বিরাটের ব্যাটের দিকেই তাকিয়েছিলেন। এদিন খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে যান রাহানে। এরপর অদ্ভূতভাবে আউট হয়ে গেলেন কোহলিও। ভারত অধিনায়ক লেগ সাইডে একটি ফাইন শট খেলেন। কিন্তু ব্যাকফুট উইকেটে লেগে বেল পড়ে যায়। তাঁকে হিট উইকেট আউট ঘোষণা করা হয়।
Opps Unluck @imVkohli . Hit Wicket Out Source :- SS#India #HitWicket #Kohli #England #test #IndvsEng @vbhagat123 pic.twitter.com/E3XUSULcd7
— Amar Kumar (@Amar4you) November 12, 2016
ভিভিএস লক্ষ্মণের পর এই প্রথম কোনও ভারতীয় ব্যাটসম্যান হিট উইকেট হলেন। ২০০২-এ অ্যান্টিগাতে হিট উইকেট হয়েছিলেন লক্ষ্মণ। ১৯৪৯-এ লালা অমরনাথের পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে এভাবে আউট হলেন কোহলি।সবমিলিয়ে ২২ তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এভাবে আউট হলেন তিনি। এর আগেও আন্তর্জাতিক ম্যাচে হিট উইকেট হয়েছেন কোহলি। ২০১১-তে ইংল্যান্ড সফরের সময় ১০৭ রান করে হিট উইকেট আউট হয়েছিলেন তিনি। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















