কিন্তু নিজের ঘরের মাঠ দিল্লিতে বিরাট কোহলির ভাগ্যর বদল ঘটল না। অথচ এই মাঠ থেকেই বড় হয়ে উঠেছেন কোহলি। আরসিবি অধিনায়ক ১২ ম্যাচে নয় বার টসে হারলেন। টস হারার পর কোহলি হাতের আঙুল সংখ্যায় নয় দেখিয়ে হাত মুঠো করে যেন উচ্ছাস প্রকাশ করেন কোহলি।
গত তিনটি ম্যাচে জয়ের পর আরসিবি-র প্লেঅফে জায়গা পাওয়ার একটা আশা জেগেছিল। কিন্তু দিল্লির কাছে হারের পর প্রথম চার দলে থাকার ক্ষেত্রে তাদের সমস্ত সম্ভাবনা শেষ হয়ে গেল।
ভালো শুরু করে ১৬ রানে হেরে যায় আরসিবি। কোহলি স্বীকার করেছেন যে, তাদের তুলনায় সবদিক থেকেই ভালো খেলেছে দিল্লি ক্যাপিটালস।