নয়াদিল্লি: অধিনায়ক শ্রেয়স আয়ার (৩৭ বলে ৫২) এবং শিখর ধবন (৩৭ বলে ৫০)-এর ইনিংসে ভর করে রবিবার আইপিএলের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যা ঙ্গালোরকে ১৬ রানে হারিয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। এই জয়ের মাধ্যমে ১৬ পয়েন্ট নিয়ে ২০১২-র পর এই প্রথম আইপিএল প্লেঅফে জায়গা করে নিল দিল্লি ক্যাপিটালস।
কিন্তু নিজের ঘরের মাঠ দিল্লিতে বিরাট কোহলির ভাগ্যর বদল ঘটল না। অথচ এই মাঠ থেকেই বড় হয়ে উঠেছেন কোহলি। আরসিবি অধিনায়ক ১২ ম্যাচে নয় বার টসে হারলেন। টস হারার পর কোহলি হাতের আঙুল সংখ্যায় নয় দেখিয়ে হাত মুঠো করে যেন উচ্ছাস প্রকাশ করেন কোহলি।





গত তিনটি ম্যাচে জয়ের পর আরসিবি-র প্লেঅফে জায়গা পাওয়ার একটা আশা জেগেছিল। কিন্তু দিল্লির কাছে হারের পর প্রথম চার দলে থাকার ক্ষেত্রে তাদের সমস্ত সম্ভাবনা শেষ হয়ে গেল।
ভালো শুরু করে ১৬ রানে হেরে যায় আরসিবি। কোহলি স্বীকার করেছেন যে, তাদের তুলনায় সবদিক থেকেই ভালো খেলেছে দিল্লি ক্যাপিটালস।