দেখুন: কোহলির দুরন্ত কভার ড্রাইভ প্রশংসা আদায় করে নিল বোলারেরও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Nov 2019 03:05 PM (IST)
গোলাপি বলের টেস্টে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির কৃতিত্ব অর্জন করলেন বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন টেস্ট কেরিয়ারের ২৭ তম সেঞ্চুরি করেছেন কোহলি। ভারতীয় দলের অধিনায়কের ব্যাটিং দাপট গতকাল থেকেই শুরু হয়েছিল। এদিনও তা অব্যাহত। প্রথম দিন অর্ধশতরান করে অপরাজিত ছিলেন তিনি।
কলকাতা: গোলাপি বলের টেস্টে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির কৃতিত্ব অর্জন করলেন বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন টেস্ট কেরিয়ারের ২৭ তম সেঞ্চুরি করেছেন কোহলি। ভারতীয় দলের অধিনায়কের ব্যাটিং দাপট গতকাল থেকেই শুরু হয়েছিল। এদিনও তা অব্যাহত। প্রথম দিন অর্ধশতরান করে অপরাজিত ছিলেন তিনি। প্রথম দিন কোহলির ইনিংসের একেবারে প্রথম বল তাঁর ব্যাটের বাইরের দিকে কানায় লেগে বাউন্ডারিতে চলে গিয়েছিল। কিন্তু এরপর থেকে একের পর ক্লাসিক শট দেখা যায় তাঁর ব্যাটে। বাংলাদেশের বোলাররা তাঁকে সমস্যায় ফেলতে পারেননি। গতকাল এবাদাত হোসেনের বলে একটা নজরকাড়া কভার ড্রাইভ মারেন কোহলি। ওই শট দেখে বোলার নিজের জায়গায় দাঁড়িয়ে করতালি দিয়ে তারিফ না করে পারেননি। ১৭ তম ওভারের চতুর্থ বলে ওই শট মারেন কোহলি।