এক্সপ্লোর
Advertisement
দেখুন: এই চোখ জুড়োনো শট খেলে টেস্টে ৬০০০ রান পূর্ণ কোহলির, ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম
সাউদাম্পটন: একটার পর একটা রেকর্ড ভেঙে দেওয়াটা যেন অভ্যেসে পরিণত করে ফেলেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। গতকাল কোহলি তাঁর টেস্ট কেরিয়ারে ৬ হাজার রান পূর্ণ করলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।
সাউদাম্পটনে ব্যাট করতে নামার আগে টেস্টে ছয় হাজার রান পূর্ণ করতে তাঁর মাত্র ৬ রান বাকি ছিল। ভারতের ইনিংসের ২২ তম ওভারে জেমস অ্যান্ডারসনের বলে চোখ ধাঁধানো বাউন্ডারি মেরে তা পূর্ণ করেন।
— Baahubali (@bahubalikabadla) August 31, 2018টেস্ট কেরিয়ারে ১১৯ তম ইনিংসে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।
বিশ্বের নবম দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ছয় হাজার রান ক্লাবে প্রবেশ করলেন কোহলি। এক্ষেত্রে ভিভিয়ান রিচার্ডস, সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগ, রিকি পন্টিং, ব্রায়ান লারা ও রাহুল দ্রাবিড়ের মতো ব্যাটিং নক্ষত্রদের ছাপিয়ে গিয়েছেন তিনি। সুনীল গাওস্করের পর ভারতীয়দের মধ্যে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে দ্রুততম ছয় হাজার রান পূর্ণ করলেন তিনি। গতকাল দারুন ছন্দে ব্যাটিং করছিলেন কোহলি। কিন্তু মাত্র চার রানের জন্য হাফসেঞ্চুরি করতে পারলেন না তিনি। ৪২ তম ওভারে স্যাম কুরানের বলে স্লিপে ক্যাচ তুলে আউট হলেন তিনি।Congratulations @imVkohli on reaching 6,000 Test runs! ???? #ENGvIND pic.twitter.com/7cO3rYMfR5
— ICC (@ICC) August 31, 2018
— Baahubali (@bahubalikabadla) August 31, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement