গতকালের ম্যাচে অবশ্য অভিষেককারীরা নজর কাড়তে পারেননি। কেননা, ঋসভ ব্যাটিংয়ের সুযোগই পাননি। আর হেমরাজ ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছেন। থমাস প্রথম ওভারেই শিখর ধবনকে ফেরালেও আর কোনও সাফল্য পাননি।
কিন্তু অন্য একটি কারণে থমাস নজর কেড়ে নিয়েছেন। আর তা হল তাঁর প্রথম উইকেট নেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করার সময় এই ঘটনা। আসলে ধবন আউট হওয়ার পর উইকেটরক্ষক শাই হোপের মুখে এসে লাগে থমাসের হাত।
উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে উইকেটরক্ষকের কাছে যান থমাস। হোপের হাতে তালি দিতে গিয়ে সজোরে তাঁর মুখে হাত চলে গেল থমাসের।
আর এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।