পুণে: অল রাউন্ডার শেন ওয়াটসনের অল-রাউন্ড পারফরম্যান্সের দৌলতে নতুন ঘরের মাঠে রাজস্থান রয়্যালসকে ৬৪ রানে হারাল চেন্নাই সুপার কিংস।
এদিন প্রথমে ব্যাট করে চেন্নাই। ৩৬ বছর বয়সী ওয়াটসন এদিন তাঁর আইপিএল কেরিয়ারের তৃতীয় শতরান সম্পন্ন করেন। মাত্র ৫৮ বলে ১০৬ রান করেন তিনি। ওয়াটসনের ইনিংস সাজানো ছিল ৯টি চার ও ৬টি ছক্কায়। মূলত তাঁর চওড়া ব্যাটের ওপর ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ২০৪ রান করে ধোনির সিএসকে। জবাবে ব্যাট করতে নেমে প্রথম পাওয়ারপ্লের মধ্যেই তিনটি উইকেট হারিয়ে ফেলে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় রাজস্থান। শেষে ১৮.৩ ওভারে ১৪০ রানেই আউট হয়ে যায় তারা।
সংক্ষিপ্ত স্কোর: সিএসকে ২০৪/৫ (ওয়াটসন ১০৬, রায়না ৪৬, এস গোপাল ৩/২০, লাফলিন ২/৩৮) রাজস্থান ১৪০ (বেন স্টোকস ৪৫, বাটলার ২২, ব্রাভো ২/১৬, কে শর্মা ২/১৩)
আইপিএল: দুরন্ত শতরান ওয়াটসনের, রাজস্থানকে ৬৪ রানে হারাল চেন্নাই
Web Desk, ABP Ananda
Updated at:
21 Apr 2018 12:08 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -