লন্ডন: এবারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আসর বসেছে ইংল্যান্ডে। টুর্নামেন্ট শুরু হয়েছে ১৫ দিন আগে। এরইমধ্যে চারটি ম্যাচ বৃষ্টির জন্য পণ্ড হয়ে গিয়েছে। গতকাল নটিংহ্যামে ভারত ও নিউজিল্যান্ড ম্যাচে একটি বলও খেলা হয়নি। বৃষ্টি এভাবে ব্যাঘাত সৃষ্টি করায় এমন একটি সময়ে ইংল্যান্ডে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তের জন্য আইসিসি-কে ক্রিকেট অনুরাগীদের একাংশের সমালোচনার মুখে পড়তে হয়েছে।
এরইমধ্যে আগামী ১৬ জুন, রবিবার ভারত বনাম পাকিস্তান ম্যাচ। এই মেগা ম্যাচের দিকে তাকিয়ে রয়েছেন অগনিত ক্রিকেট অনুরাগী। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াইয়ের দিকে শুধু ভারত ও পাকিস্তানের সমর্থকদের নয়,সমগ্র ক্রিকেট বিশ্বেরই নজর রয়েছে। এখন একটা আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে, বৃষ্টি ভেস্তে দেবে না তো ওই হাইভোল্টেজ ম্যাচ!
আগামী রবিবার ম্যাচেঞ্চারের ওল্ড ট্র্যাফোর্ডে বিরাট কোহলির দল মুখোমুখি হচ্ছে সরফরাজ আহমেদের দলের। কিন্তু কেমন থাকবে ওই দিনের আবহাওয়া? দুদিন আগে আবহাওয়ার পূর্বাভাস সবচেয়ে সঠিকভাবে আবহাওয়া অফিস দিতে পারে বলে মনে করা হয়।
ভারত-পাক ম্যাচ চলাকালে আবহাওয়া কেমন থাকতে পারে, তা দেখে নেওয়া যাক অ্যাকিউওয়েদারের ওয়েবসাইটের মাধ্যমে।


আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ চলাকালে এক থেকে দুবার হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইংল্যান্ডের সময় অনুসারে সকাল সাড়ে দশটায় ম্যাচ শুরু হবে। কিন্তু এরপর ১২ টা থেকে ১ টার মধ্যে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এরপর আকাশে মেঘ থাকতে পারে। কিন্তু বৃষ্টির পূর্বাভাস নেই। তবে ম্যাচের একেবারে শেষলগ্নে সন্ধে পাঁচটার সময় আরও একবার বৃষ্টি হতে পারে। কিন্তু কিছুক্ষণের মধ্যে তা থেমে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর ম্যাঞ্চেস্টারের আবহাওয়া পরিষ্কার হবে বলে পূর্বাভাস রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের সময় দিনভর আকাশে মেঘ ও সূর্যের লুকোচুরি চলতে পারে। এরফলে সঠিকভাবে বলা সম্ভব নয় যে, বৃষ্টি হবে, না হবে না। তবে আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুসারে, ভারত বনাম পাকিস্তান ম্যাচে বৃষ্টি ব্যাঘাত নাও ঘটাতে পারে। অর্থাত্, ক্রিকেটপ্রেমীরা ওই লড়াই উপভোগ নির্বিঘ্নে করতে পারেন।