হায়দরাবাদ: দিল্লি ক্যাপিটালস আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারে। এই আত্মবিশ্বাস দলের মধ্যে গড়ে উঠেছে। সানরাইউজার্স হায়দরাবাদকে ৩৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসার পর এই মন্তব্য করেছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আয়ার।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেটে ১৫৫ রান করে দিল্লি। এরপর ১৮.৫ ওভারে হায়দরাবাদের ইনিংসে ১১৬ রানে গুটিয়ে দিয়ে পরপর দুটি ম্যাচে জয় পায় দিল্লি।
দল যেভাবে ছন্দে রয়েছে, তাতে তাঁরা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার আশা করছেন কিনা, এই প্রশ্নের উত্তরে শ্রেয়স বলেছেন, আমরা তা বিশ্বাস করছি, আর লক্ষ্য খুব বেশি দূরে নয়।
শ্রেয়স হায়দরাবাদের বিরুদ্ধে ৪৫ রানের ইনিংস খেলেছেন। ঋষভ পন্তের সঙ্গে তাঁর যুগলবন্দী প্রসঙ্গে তিনি বলেছেন, রানের গতি কম হয়ে পড়ছিল। আমি ও পন্ত স্থির করি যে, আমাদের মধ্যে কাউকে দায়িত্ব নিতে হবে।
পন্ত (২৩)-এর সঙ্গে শ্রেয়সের ৫৬ রানের জুটিতে ভর করে দিল্লি ১৫৫ রানের চ্যালেঞ্জিং স্কোর তুলতে সক্ষম হয়।
দিল্লির অধিনায়ক জানিয়েছেন, দলের সবাই যে কোনও পরিস্থিতিতে ইতিবাচক মানসিকতা নিয়েই খেলে।
রাবাডা ২২ রানে চার উইকেট নিয়ে দিল্লির জয়ের অন্যতম কারিগর। দক্ষিণ আফ্রিকার পেসার বলেছেন, পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করেছেন।
১৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ কিমো পল বলেছেন, আমার স্বপ্ন সত্যি হল। বিশ্বের সবচেয়ে বড় লিগে এই পারফরম্যান্স আমি উপভোগ করেছি।
আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী দল: শ্রেয়স আয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Apr 2019 01:11 PM (IST)
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেটে ১৫৫ রান করে দিল্লি। এরপর ১৮.৫ ওভারে হায়দরাবাদের ইনিংসে ১১৬ রানে গুটিয়ে দিয়ে পরপর দুটি ম্যাচে জয় পায় দিল্লি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -