কলকাতা: প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ২০০ উইকেট নিলেও, এখনও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেননি। সেটাই চূড়ান্ত লক্ষ্য বলে কলকাতায় ফিরে জানালেন বাংলার পেসার ঝুলন গোস্বামী।

চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথেই দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন ঝুলন। তবে তাতে তিনি হতাশ নন। তাঁর লক্ষ্য বিশ্বকাপ। এ বিষয়ে এই পেসার বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এখনও এক বছর বাকি আছে। ঠিকমতো প্রস্তুতি নেওয়ার এটাই আদর্শ সময়। আমি যখন খেলা শুরু করি, তখন থেকেই বিশ্বকাপের কথা মাথায় ছিল। বিশ্বকাপ প্রতি বছর হয় না। চার বছর অন্তর হয় এই প্রতিযোগিতা। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া অলিম্পিকে সোনা জেতার মতোই।’

ঝুলন আরও বলেছেন, ‘বিশ্বকাপ জয়ের প্রস্তুতি রাতারাতি হয় না। এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। বিশ্বকাপ জয় চূড়ান্ত লক্ষ্য থাকলেও, প্রথম লক্ষ্য থাকবে শেষ চারে ওঠা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের পর এবার অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ত্রিদেশীয় সিরিজ এবং এশিয়া কাপে খেলব আমরা। ফলে বিশ্বকাপের জন্য আমরা তৈরি থাকব।’

ভারতের মহিলা ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে পেপটক দেন সচিন তেন্ডুলকর। তাতে কাজ হয়েছে বলে জানিয়েছেন ঝুলন। তিনি বলেছেন, ‘সচিন আমাদের সঙ্গে দেড় ঘণ্টা ছিলেন। তিনি প্রত্যেকের সঙ্গে কথা বলেন। দক্ষিণ আফ্রিকার পরিবেশ-পরিস্থিতির সঙ্গে কীভাবে মানিয়ে নিতে হবে, সেটা তিনি আমাদের বোঝান। এতে সবাই উজ্জীবিত হয়।’