বার্মিংহ্যাম: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের রেকর্ড উজ্জ্বল। এবারও সেই সাফল্যের ধারা বজায় রাখতে চাইছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে আমাদের রেকর্ড অন্য প্রতিযোগিতাগুলির চেয়ে ভাল। সেই রেকর্ড বজায় রাখাই লক্ষ্য। আমরা সবাই ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে উত্তেজিত।’

একদিনের বা টি-২০ বিশ্বকাপে একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনবারের সাক্ষাতে দু বারই ভারতকে হারিয়ে দিয়েছে পাকিস্তান। ৪ জুন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচের আগে এই রেকর্ডই পাকিস্তানের ক্রিকেটারদের তাতাচ্ছে। সরফরাজ বলেছেন, ‘আমাদের হারানোর কিছু নেই। নিজেদের স্বাভাবিক খেলা খেলতে চাই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে সবাই ভাল পারফরম্যান্স দেখিয়েছে। এবার ভাল খেলে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চাই। এজবাস্টনে ভালই অনুশীলন চলছে। ভাল খেলার বিষয়ে আমি আশাবাদী।’

ভারতের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ হওয়ায় চিন্তিত নন সরফরাজ। তাঁর দাবি, এই প্রতিযোগিতায় চাপ না নিয়েই খেলবে পাকিস্তান। একেকটি ম্যাচ ধরে এগোতে চাইছেন তাঁরা।