অ্যাডিলেড: ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে দলের বোলারদের পারফরম্যান্স সামগ্রিকভাবে সন্তুষ্ট অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। কিন্তু বেকায়দায় ফেলে দেওয়ার পরও ভারতকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়ার জন্য আফসোসের কথাও জানালেন তিনি।
৫০ তম ওভারে ১২৭ রানে ছয় উইকেট পড়ে গিয়েছিল ভারতের। কিন্তু সেখান থেকে চেতেশ্বর পূজারার ২৪৬ বলে ১২৩ রানের ইনিংসে ভর করে ভারতের রান দিনের শেষে ৯ উইকেটে ২৫০।
অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সফল হয়েছেন তিন পেসার স্টার্ক (২/৬৩), প্যাট কামিন্স (২/৫২)এবং জোস হ্যাজেলউড (২/৫২)। অন্যদিকে স্পিনার নাথন লিওন পেয়েছেন ২ উইকেট।
দিনের খেলার শেষে স্টার্ক বলেছেন, প্রথম চার ঘন্টায় আমরা বেশ ভালো বল করেছি। কিন্তু শেষের দিকে একটু গোলমাল হয়ে গেল। দীর্ঘক্ষণ ধরে উইকেটে টিকে থাকল পূজারা। ও এমনই একজন ব্যাটসম্যান যে চাপ সামবে দীর্ঘ সময় উইকেটে টিকে থাকতে পারে। এ রকম একটা অসাধারণ শতরানের জন্য ওকে কৃতিত্ব দিতেই হবে।
স্টার্ক আরও বলেছেন, খেলা সবে শুরু হয়েছে এবং জয় পেতে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।
তিনি আরও বলেছেন, উইকেটের চরিত্র কেমন তা দুটি দলই ব্যাটিং না করলে বোঝা সম্ভব নয়। সিরিজ জয়ের পক্ষে একটা ভালো দিনই যথেষ্ট নয়। একটা টেস্ট জেতার ক্ষেত্রে তা সহায়ক হতে পারে। কিন্তু সিরিজ জয়ের জন্য তা পর্যাপ্ত নয়।
পূজারার ১৬ তম টেস্ট সেঞ্চুরির দৌলতে ভারতের রান ভদ্রস্থ জায়গায় পৌঁছছে।
স্টার্ক বলেছেন, আমরা চলতি সপ্তাহে বেশ ভালোভাবে পরিকল্পনা করেছি এবং প্রস্তুতি নিয়েছি। এদিন প্রথম চার ঘন্টায় আমরা বেশ ভালো বোলিং করেছি।বেশি রানও হতে দেইনি।
ভালো বল করলেও শেষের দিকটা ঠিকঠাক হল না, আফসোস মিচেল স্টার্কের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Dec 2018 10:12 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -