রাজকোট: প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের থেকে এখনও ২১৮ রানে পিছিয়ে ভারতীয় দল। তবে ঘরের মাঠে শতরান করা চেতেশ্বর পূজারার মতে, কাল চতুর্থ দিন ভাল ব্যাটিং করতে পারলে এই টেস্টে ভারতের জয়ের সম্ভাবনা আছে। তৃতীয় দিনের শেষদিকে দ্রুত দু উইকেট হারালেও, ভারতের চিন্তার কারণ নেই বলেই মনে করছেন পূজারা।


তৃতীয় দিনের খেলার শেষে পূজারা বলেছেন, ‘কাল থেকে বল ঘুরতে শুরু করবে। পঞ্চম দিনে ব্যাট করা সহজ হবে না। এই মুহূর্তে আমি এ বিষয়ে বেশি কিছু বলতে চাই না। আমরা ভাল জায়গায় আছি। কাল ভাল ব্যাট করে ৬০-৭০ রানের লিড নিতে পারলে দ্বিতীয় ইনিংসে আমাদের সুবিধা হবে। এই উইকেট ব্যাট করার জন্য ভাল। আমি ব্যাট করার সময় দেখেছি একটা-দুটো বল ঘুরছে, লাফিয়ে উঠছে। খেলা যত গড়াবে তত এটা বাড়বে। আমাদের প্রাথমিক লক্ষ্য কাল ভাল ব্যাট করে তারপর জয়ের চেষ্টা করা।’

নিজের ইনিংস এবং মুরলী বিজয়ের সঙ্গে জুটি প্রসঙ্গে পূজারা বলেছেন, ‘আমি আর বিজয় দীর্ঘদিন ধরে টেস্ট খেলছি। মাঠে ও মাঠের বাইরে আমরা অনেক সময় কাটিয়েছি। আমি শুধু টেস্ট খেলি। তবে তাতে সমস্যা হয় না। আমি আর বিজয় একে অপরকে ভালভাবে জানি। এই যোগাযোগটা খুব গুরুত্বপূর্ণ। আমি যেভাবে শট খেলতে শুরু করেছিলাম, তাতে আশা করেছিলাম ইংল্যান্ড রক্ষণাত্মক হয়ে যাবে। কিন্তু ওরা আক্রমণাত্মক বোলিং-ফিল্ডিং করছিল। আমাদের আগে ওদের রান টপকে যেতে হবে। তাহলে আমরা জয়ের জন্য ঝাঁপাতে পারি।’

আরও পড়ুন, দেখুন, ডিআরএস-এ বাঁচলেন পূজারা, গ্যালারিতে স্ত্রীর উল্লাস, পূজারা, বিজয়ের শতরান, বড় রানের পথে ভারতও