বিশাখাপত্তনম: আইপিএলের ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে ট্রফি জয়ের স্বপ্ন ভেস্তে গিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের। ফাইনালে উঠলেও এবারের টুর্নামেন্টে ব্যাটিংয়ে একেবারেই ভালো পারফর্ম করতে পারেনি মহেন্দ্র সিংহর দল। দুরন্ত বোলিংয়ে ভর করেই তারা ফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল।
কোচ স্টিফেন ফ্লেমিংও মেনে নিয়েছেন যে, সিএসকে বয়স্কদের দল হয়ে উঠেছে এবং দল নতুন করে গড়ে তোলা প্রয়োজন। অন্যান্য দলের মতো তরুণ খেলোয়াড়দের একটি পুল তৈরি করা দরকার।
সিএসকে স্কোয়াডে মূল খেলোয়াড়দের গড় বয়স ৩৪। গত বছর আইপিএলে চ্যাম্পিয়ন হয়ে এবং এবার রানার্স আপ হয়ে এই খেলোয়াড়রা প্রমাণ করেছেন যে, বয়স একটা সংখ্যা মাত্র।
ফাইনালে হারের পর ফ্লেমিং ও অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির উভয়েই বলেছেন যে, ব্যাটিং বিভাগ আরও ভালো অবদান রাখত পারত।
মুম্বইয়ের কাছে ১ রানে হারের পর ফ্লেমিং বলেছেন, হারের ধাক্কা সামলাতে কিছু সময় দেব আমরা..একবার জেতার পর পরের বার ফাইনালে পৌঁছনো মানে দুটি বছর দলের পক্ষে বেশ ভালো বলে মনে করি আমি। আমরা বুঝেছি যে, আমাদের দল বুড়িয়ে যাচ্ছে। তাই কোনও কোনও ক্ষেত্রে আমাদের দল নতুন করে গড়ে তোলার প্রয়োজন।
ফ্লেমিং জানিয়েছেন, বিশ্বকাপ খেলে ধোনি ফেরার পর পরবর্তী মরশুম নিয়ে পরিকল্পনার কাজ শুরু হবে।
ফ্লেমিং বলেছেন, অন্যান্য দলে বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন। চেন্নাইয়েরও এটা করার প্রয়োজন এবং এভাবে ভারসাম্য আনতে হবে। এরপরই দলের পক্ষে কাজে লাগতে পারে, এমন খেলোয়াড় নেওয়ার চেষ্টা করতে হবে।