মুম্বই: দু’বছরের নির্বাসন কাটিয়ে এবারের আইপিএল-এ ফিরেছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। দলে আছেন মহেন্দ্র সিংহ ধোনি, শেন ওয়াটসন, ডোয়েন ব্র্যাভোর মতো ক্রিকেটার যাঁদের বয়স তিরিশের বেশি। তবে সিএসকে-তে একদল বয়স্ক ক্রিকেটার আছেন, এ কথা মানতে নারাজ কোচ স্টিফেন ফ্লেমিং। তাঁর দাবি, অভিজ্ঞতাকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন।
আগামীকাল এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে সিএসকে। তার আগে ফ্লেমিং বলেছেন, ‘আমি জানি না কোনও তরুণ ক্রিকেটার সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছে কি না। রশিদ খান বা ওয়াশিংটন সুন্দর ব্যতিক্রম। কিন্তু আইপিএল-এ অভিজ্ঞ ক্রিকেটারদেরই দাপট দেখা গিয়েছে। সেই কারণেই আমি অভিজ্ঞতাকে মূল্য দিই। তাছাড়া খেলোয়াড়দের মানের কথাও বলতে হবে। ব্র্যাভো, ওয়াটসন ভাল খেলছে, হরভজনের (সিংহ) দক্ষতা আছে এবং ধোনি দুর্দান্ত নেতা। তাই আমরা যে খেলোয়াড়দের নিয়েছি, তারা আমার মতে কোনওভাবেই বুড়িয়ে যায়নি। এ বছর ওদের দেখে খুব ভাল লাগছে। তবে আঙুলে চোট থাকায় আগামীকাল খেলতে পারবে না ফাফ দু প্লেসি।’
আমরা একদল বুড়িয়ে যাওয়া ক্রিকেটার নিয়েছি এই ধারণা ভুল, দাবি চেন্নাইয়ের কোচ ফ্লেমিংয়ের
Web Desk, ABP Ananda
Updated at:
06 Apr 2018 09:43 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -