অ্যাডিলেড: আলোচনা মূলত বিরাট কোহলিকে নিয়ে হচ্ছে ঠিকই। কিন্তু অস্ট্রেলীয় বোলাররা সব ভারতীয় ব্যাটসম্যানকেই গুরুত্ব দিচ্ছেন, প্রত্যেকের জন্য বিশদে পরিকল্পনা করেছেন তাঁরা। বললেন অলরাউন্ডার মিশেল স্টার্ক। যাঁরা ভাবছেন, অস্ট্রেলীয়রা শুধু কোহলির কথা ভাবছেন, তাঁরা স্রেফ বোকামি করছেন বলে মন্তব্য করেছেন তিনি। ভারত-অস্ট্রেলিয়া চার টেস্টের এই সিরিজের প্রথমটি শুরু হচ্ছে বৃহস্পতিবার অ্যাডিলেডে। অস্ট্রেলীয় দলের সহ অধিনায়ক মার্শ বলেছেন, তাঁর দলের বোলারদের ছক পুরোপুরি তৈরি, খেলা শুরু হলে সেই ছক সম্পূর্ণ বাস্তবায়িত করার জন্য তাঁরা ঝাঁপাবেন। তিনি বলেছেন, সকলে জানে, বিরাট দুর্দান্ত খেলোয়াড়। তাঁর জন্য তাঁদের পরিকল্পনা তৈরি, আশা করা যাচ্ছে, সেই অনুযায়ী খেলাও যাবে। কিন্তু যদি লোকে ভাবে, ভারতীয় দলের অন্যান্য ব্যাটসম্যানদের নিয়ে তাঁদের পরিকল্পনা নেই, তবে তারা বোকামি করবে। তাঁরাও অসামান্য খেলোয়াড়।
তাঁদের দলে বেশিরভাগ খেলোয়াড় নতুন, অনভিজ্ঞ। তা দুর্বলতা হিসেবে না দেখে সুবিধে হিসেবেই দেখতে চান মার্শ। তাঁর আশা, এত বড় টেস্ট খেলার সুযোগ পেয়ে দলের সকলে তাঁদের সেরাটা দেবেন, সঙ্ঘবদ্ধ খেলা খেলবেন। তিনি আরও বলেছেন, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদবের মত বিশ্বমানের স্পিনার ভারতের আছে। কিন্তু ইতিহাস সাক্ষী, ভারতে তাঁরা যতটা কার্যকর, ততটা অস্ট্রেলীয় উইকেটে নন। কিন্তু তাঁদের শ্রেষ্ঠত্ব প্রশ্নাতীত, তাঁদের মুখোমুখি হতে অজি ব্যাটিং লাইন আপ তৈরি। ভারতের বিরুদ্ধে এই লড়াই উপভোগ্য হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। অস্ট্রেলীয় ব্যাটিংয়ের মিডল অর্ডারে মিশেল ও তাঁর ভাই শন মার্শ বড় ভরসা। গত গ্রীষ্মের অ্যাশেজ সিরিজের ফর্ম তাঁরা এই সিরিজেও দেখাতে পারবেন বলে আশা করছেন।