জয়পুর: বিধ্বংসী ফর্মে থাকা আন্দ্রে রাসেলকে আটকানোর জন্য তাঁরা পরিকল্পনা করে ফেলেছেন। এমনই দাবি করলেন রাজস্থান রয়্যালসের স্পিনার কৃষ্ণাপ্পা গৌতম। আগামীকাল জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হতে চলেছে রাজস্থান। তার আগে গৌতম বলেছেন, ‘আন্দ্রে রাসেল খুব ভাল ফর্মে আছে। ও অনেক ছক্কা মারছে এবং দলকে সাহায্য করছে। ওকে থামানোর জন্য আমরা পরিকল্পনা করেছি। আশা করি সেই পরিকল্পনা কাজে লাগবে।’ চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত চার ম্যাচ খেলে ২০৭ রান করেছেন রাসেল। তাঁর স্ট্রাইক রেট ২৬৮.৮৩। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধেও অবিশ্বাস্য ব্যাটিং করে কেকেআর-কে জেতান এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। ম্যাচ জিততে গেলে তাঁকে দ্রুত প্যাভিলিয়নে ফেরত পাঠানো জরুরি। সেই পরিকল্পনাই করা হয়েছে বলে জানিয়েছেন গৌতম।