কোহলিকে থামানোর পরিকল্পনা তৈরি, দাবি সরফরাজের
Web Desk, ABP Ananda | 03 Jun 2017 11:58 PM (IST)
বার্মিংহাম: রবিবারের ম্যাচে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে দ্রুত প্যাভিলিয়নে ফেরানোর পরিকল্পনা তৈরি। এমনই দাবি করলেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, ‘কোহলি যে ভাল খেলোয়াড় তাতে কোনও সন্দেহ নেই। ও ভারতের অধিনায়ক এবং সেরা খেলোয়াড়। কিন্তু ওর জন্য আমাদের পরিকল্পনা তৈরি। ওকে দ্রুত প্যাভিলিয়নে ফেরাতে হবে, যাতে অন্য খেলোয়াড়দের উপর চাপ তৈরি হয়।’ অতীতে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক অসাধারণ ইনিংস খেলেছেন বিরাট। তিনি ফের ব্যাট হাতে জ্বলে উঠতে তৈরি। তবে পাকিস্তানের বোলাররাও ভারতের অধিনায়ককে অল্প রানে প্যাভিলিয়নে ফেরানোর চেষ্টা করবেন। সরফরাজ বলেছেন, ‘খাতায়-কলমে ভারত এগিয়ে। তবে আমরাও ভালভাবে প্রস্তুতি নিয়েছি। ভারত-পাকিস্তান যখনই একে অপরের মুখোমুখি হয়, সেটা বিশাল ব্যাপার। তবে আমরা মাঠের বাইরের হইচই থেকে নিজেদের যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করছি। ছেলেদের বলেছি, লোকজন কী বলছে বা লিখছে সেটা নিয়ে না ভেবে ক্রিকেটে ফোকাস করো।’