মুম্বই: আসন্ন ক্রিকেট বিশ্বকাপের সম্ভাব্য ১৮ জন সদস্যকে ইতিমধ্যেই চিহ্নিত করে ফেলেছে ভারতীয় বোর্ড। বিশ্বকাপের আগে যাতে তাঁরা কোনওভাবে ক্লান্ত না হয়ে পড়েন বা চোটগ্রস্ত না হন, তার জন্য ওই সব ক্রিকেটারদের চাপ কমাতে তাঁদের নিজ নিজ আইপিএল ফ্রাঞ্চাইজিকে অনুরোধ করা হয়েছে। এমনটাই জানালেন নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ।
তিনি বলেন, ১৮ জনকে চিহ্নিত করা হয়েছে। চূড়ান্ত তালিকা ঘোষণার আগে তাঁদেরকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে। কাজের দায়িত্ব ভাগ করার বিষয় নিয়ে বিভিন্ন আইপিএল দলগুলির সঙ্গে আলোচনা চলছে। যদিও, তিনি স্বীকার করেন, কোটি কোটি টাকা দিয়ে শীর্ষ ক্রিকেটারদের কেনার পর, তাঁরা তাঁদের বিশ্রাম দিতে রাজি হবেন কি না, তা অবশ্যই তর্কের বিষয়। এপ্রসঙ্গে বোর্ডের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরির মত, দেশের স্বার্থ ভেবে দেখা উচিত ফ্রাঞ্চাইজিগুলির।