কুয়ান্তান (মালয়েশিয়া): এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় খুশি। দলের প্রশংসাও করছেন। তবে এরই মধ্যে পরবর্তী লক্ষ্য ঠিক করে ফেলেছেন ভারতের হকি দলের প্রধান কোচ রোল্যান্ট অল্টম্যান্স। তিনি এবার বিশ্ব পর্যায়ে আরও বড়মাপের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে চাইছেন।


রবিবার পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে চতুর্থ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রুপিন্দর পাল সিংহদের এই জয়ে দীপাবলির রাতে ভারতের ক্রীড়াপ্রেমীদের আনন্দ দ্বিগুণ হয়ে যায়। এই জয়ের পর অল্টম্যান্স বলেছেন, ‘এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্য কোনও ভাবনা ছিল না ভারতের খেলোয়াড়দের। আমরা এখানে ফেভারিট হিসেবেই এসেছিলাম। অন্য দলগুলির উপর কোনও চাপ ছিল না। ওরা আমাদের হারাতে চেয়েছিল।’

ফাইনাল ম্যাচ প্রসঙ্গে ভারতের কোচ বলেছেন, ‘আমার দু গোলে এগিয়ে যাওয়ার পর দু গোল খেয়ে বিপক্ষকে ম্যাচে ফেরার সুযোগ করে দিয়েছিলাম। তবে তারপরেও চতুর্থ কোয়ার্টারে দল যে মানসিক শক্তির পরিচয় দিয়ে জয় ছিনিয়ে নিয়েছে তাতে আমি গর্বিত। ভারতের হকিপ্রেমীদের কাছে এটা বড় খেতাব। কিন্তু আমাদের আরও বড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে হবে।’

চোটের জন্য ফাইনালে খেলতে পারেননি অধিনায়ক পি আর শ্রীজেশ। তা সত্ত্বেও জয় পেয়েছে ভারত। বর্তমানে দেশের অভিজ্ঞতম হকি খেলোয়াড় সর্দার সিংহ অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ভারতের প্রাক্তন অধিনায়ক সর্দার বলেছেন, ‘এই ট্রফিটা হকি দলের পক্ষ থেকে দেশকে দীপাবলির উপহার। দু বছর আগে এশিয়ান গেমসের ফাইনালের পুনরাবৃত্তি ঘটিয়ে আমরা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি পুনরুদ্ধার করলাম।’

২০১১ সালে পাকিস্তানকে হারিয়েই প্রথম এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। তবে ২০১২ ও ২০১৩ সালে পরপর দু বার চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। এবার ফের চ্যাম্পিয়ন হল ভারত।