কোচ নির্বাচনের ব্যাপারে কোহলির মতামতকে মর্যাদা দিতে হবে, বললেন কপিল দেব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Aug 2019 07:26 PM (IST)
ভারতের ক্রিকেট দলের পরবর্তী কোচ নির্বাচন করবে কপিল দেবের নেতৃত্বাধীন তিন সদস্যের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি (সিএসি)। তার আগে সহকর্মী শান্থা রঙ্গস্বামীর সঙ্গে সহমত পোষণ করে কপিল বলেছেন, কোচ নির্বাচনের ব্যাপারে অধিনায়ক বিরাট কোহলির মতামতকেও মর্যাদা দেওয়ার প্রয়োজন রয়েছে।
কলকাতা: ভারতের ক্রিকেট দলের পরবর্তী কোচ নির্বাচন করবে কপিল দেবের নেতৃত্বাধীন তিন সদস্যের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি (সিএসি)। তার আগে সহকর্মী শান্থা রঙ্গস্বামীর সঙ্গে সহমত পোষণ করে কপিল বলেছেন, কোচ নির্বাচনের ব্যাপারে অধিনায়ক বিরাট কোহলির মতামতকেও মর্যাদা দেওয়ার প্রয়োজন রয়েছে। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক সেইসঙ্গে বলেছেন, সিএসি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। ওয়েস্ট ইন্ডিজ সফরে রওনা দেওয়ার আগে কোহলি কোনওরকম লুকোছাপা না করেই জানান, বর্তমান কোচ রবি শাস্ত্রী ফের কোচ নির্বাচিত হলে তিনি খুশি হবেন। ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে সর্বোচ্চ সম্মান 'ভারত গৌরব' গ্রহণের আগে কপিল সাংবাদিকদের বলেন, ওটা ছিল কোহলির মতামত।আমাদের সবার মতামতকেই সম্মান করতে হবে। এবার কপিল দেব, অংশুমান গায়কোয়াড় ও শান্থা রঙ্গস্বামীকে গঠিত সিএসি কোচ বাছাই করে। ওই পদের জন্য ইতিমধ্যেই আবেদন আসতে শুরু করেছে। কোচ বাছাই প্রক্রিয়াই আপনাআপনিই থাকছেন বর্তমান কোচ শাস্ত্রী। তবে শাস্ত্রীই আরও একবার হেড কোচের দায়িত্ব পাবেন বলে জল্পনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে কপিল দেবের নেতৃত্বাধীন সিএসি।