করাচি: ঠিক ১৪ বছর আগে, ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) শুরু হওয়ার পর বিশ্ব ক্রিকেটে বড় পরিবর্তন আসে। এই টুর্নামেন্টের পরেই বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি লিগের দরজা খুলে যায়। এবং বিভিন্ন ক্রিকেট খেলিয়ে দেশ তাদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করে। অস্ট্রেলিয়া (বিগ ব্যাশ লিগ), ইংল্যান্ড (টি-টোয়েন্টি ব্লাস্ট), ওয়েস্ট ইন্ডিজ (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ), পাকিস্তান (পাকিস্তান সুপার লিগ) এবং বাংলাদেশ (বিপিএল) এর মতো দলগুলো সফল ভাবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট করছে।


তবে আইপিএলের মতো জনপ্রিয়তা হয়তো আর কোনও টি-টোয়েন্টি লিগই পায়নি। ভারতীয় টি-টোয়েন্টি লিগে বিশ্বের সেরা খেলোয়াড়রা একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে বিশ্বের অন্যান্য লিগগুলি কিন্তু আইপিএলকে তার শীর্ষ স্থান থেকে সরানোর চেষ্টা করে চলেছে। এর মধ্যে একটি হল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা (Ramiz Raja) রীতিমতো হুমকি দিয়ে বলেছেন, তাঁরাও এ বার ক্রিকেটারদের নিলাম শুরু করবেন। আর সেই সঙ্গেই আইপিএলের একচেটিয়া আধিপত্যের অবসান ঘটাবেন ।


পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বলেছেন, ‘আমাদের (পিসিবিকে) আরও বেশি সম্পত্তির পরিমাণ বাড়াতে হবে। তহবিলের জন্য আইসিসি এবং পিএসএল থেকে প্রাপ্য টাকা ছাড়া আমাদের আর কিছুই নেই। আমি পিএসএলের পরের সংস্করণ থেকে নিলামের ব্যবস্থা করতে চাই। সেই মডেলই চালু করতে চাই। আমরা এই নিয়ে আলোচনা করতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকদের সঙ্গে বসব।’ রামিজ যোগ করেছেন, ‘এটা টাকার খেলা। আমরা যদি পিএসএলকে নিলামের মডেলে নিয়ে যাই, টাকা বাড়াই, তবে আমি এটি আইপিএলের সঙ্গে এক সারিতে রাখতে পারব। এবং তার পরে আমরা দেখব কে পিএসএলের চেয়ে আইপিএল বেশি পছন্দ করে ।’


ইয়র্কার করব মনে করলে করবই, ব্যাটার যেই হোক না কেন, আইপিএল-শপথ বাংলার পেসারের


রাজস্থান রয়্যালসের টিম হোটেলে আচমকাই হাজির টম অ্যান্ড জেরি, কেন?