করাচি: ভারতীয় দল সফরে না আসায় পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রচুর পরিমাণ আর্থিক ক্ষতির শিকার হয়েছে। এই ক্ষতির পরিমাণ প্রায় ২০ কোটি মার্কিন ডলার। পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খান এ কথা জানিয়েছেন।
শাহরিয়র বলেছেন, আইসিসি-র বৈঠকে তিনি বিসিসিআই-এর প্রতিনিধিকে এই লোকসানের কথা জানিয়েছেন। ভারত সিরিজ খেলতে পাকিস্তানে না আসায় পিসিবি-র প্রায় ২০ কোটি ডলার লোকসান হয়েছে। ২০১৫ থেকে ২০২৩-র মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য আইনি চুক্তিও বিসিসিআই মানছে না। এরফলেও পিসিবির ক্ষতির বহর বেড়েই চলেছে।
ভারতের এই চুক্তি ভঙ্গের জন্য আইনি লড়াইয়ের প্রস্তুতি পিসিবি নিচ্ছে বলে জানিয়েছেন শাহরিয়র। এজন্য আইসিসি-র নয়া খসড়া সংবিধান বলবত্ হওয়ার জন্য অপেক্ষা করছে পিসিবি। আগামী এপ্রিলেই ওই খসড়া অনুমোদিত হয়ে যাবে বলে আশা। খসড়া সংবিধানের ধারা অনুযায়ী বিতর্ক মীমাংসা কমিটি গঠনের কথা বলা হয়েছে। সংবিধান চূড়ান্ত হওয়া মাত্রই বিসিসিআইয়ের বিরুদ্ধে কমিটির দ্বারস্থ হবে পিসিবি।
শাহরিয়রের দাবি করেছেন, বিসিসিআই আধিকারিক তাঁকে বলেছেন যে, ভারতীয় দলের পাকিস্তানের সঙ্গে খেলার বিষয়ে তাঁরা ইচ্ছুক। কিন্তু এজন্য প্রথমে সরকারি ছাড়পত্র প্রয়োজন। এর উত্তরে শাহরিয়র তাঁকে বলেন, এক্ষেত্রে চুক্তি স্বাক্ষরের আগে ভারতীয় বোর্ডের সরকারের কথা ভাবা উচিত ছিল।
উল্লেখ্য, ২০০৭-এর পর ভারত পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। যদিও ২০১২/১৩ –তে সংক্ষিপ্ত শুভেচ্ছা সফরে ভারতে এসে কয়েকটি সীমিত ওভারের ম্যাচ খেলেছিল পাকিস্তান।
ভারত সফরে না আসায় ২০ কোটি ডলার ক্ষতি, আইনি পথে হাঁটার হুমকি পিসিবি-র
ABP Ananda, web desk
Updated at:
13 Feb 2017 07:13 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -