বিশ্বকাপের আগে আমাদের একদিনের দলে ভারসাম্য খুঁজতে হবে, বলছেন বিরাট
Web Desk, ABP Ananda | 18 Jul 2018 03:24 PM (IST)
লিডস: আগামী বছর বিশ্বকাপের আগে ভারতের একদিনের দলে ভারসাম্য খুঁজতে হবে এবং সবকিছু ঠিক করতে হবে। এমনই মন্তব্য করলেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম ম্যাচে জিতলেও, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে হেরে সিরিজ খোয়ানোর পর ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘এই ধরনের খেলার মাধ্যমে আমরা বুঝতে পারছি বিশ্বকাপের আগে কোথায় উন্নতি করতে হবে। আমাদের দলে ভারসাম্য আনতে হবে। বিশ্বকাপের আগে দলের সব সমস্যা মিটিয়ে নিতে হবে। কোনও একটি বিভাগের উপর আমরা নির্ভর করে থাকতে পারি না। সব বিভাগেই ভাল পারফরম্যান্স দেখাতে হবে।’ ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজের দ্বিতীয় ম্যাচের মতোই তৃতীয় ম্যাচেও মিডল অর্ডারের ব্যর্থতার জন্যই হারতে হয়েছে ভারতীয় দলকে। শেষ ২০ ওভারে হাতে ৬ উইকেট থাকা সত্ত্বেও মহেন্দ্র সিংহ ধোনিরা মাত্র ১০০ রান করেন। এ বিষয়ে বিরাট বলেছেন, ‘আমাদের যত রান করা উচিত ছিল, সেটা করতে পারিনি। আরও ২০-২৫ রান করা দরকার ছিল। ইংল্যান্ড সব বিভাগেই ভাল পারফরম্যান্স দেখিয়েছে। ওদের জয় প্রাপ্য ছিল। ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে জয় পেতে হলে আমাদের সেরা খেলা দেখাতে হবে। এই ম্যাচে পিচ প্রথম থেকেই মন্থর ছিল। এর আগে এই ধরনের পিচ দেখিনি। স্পিনাররা ভাল বল করেছে।’