বেঙ্গালুরু: কোনও কিছু প্রমাণ করার ছিল না। কিন্তু নিজেদেরকেই দেখানোর প্রয়োজন ছিল যে তাঁরা যে কোনও পরিস্থিতিতেই ম্যাচ জিততে সক্ষম। বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়াকে হারিয়ে চলতি সিরিজে সমতা ফেরানোর পর এ কথা বলেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
চিন্নাস্বামীর কঠিন পিচে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার থেকে ৮৭ রানে পিছিয়ে থেকেও শেষপর্যন্ত ৭৫ রানে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচের পর পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিরাট বলেছেন, প্রথম টেস্টে হারের পর আমরা ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম। অন্য কাউকে নয়, নিজেদেরই দেখাতে চেয়েছিলাম যে, আমরা লড়াই করতে পারি। সেই ইচ্ছা ও আত্মবিশ্বাসই এই জয়ে প্রতিফলিত হয়েছে।
কোহলি বলেছেন, অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে বড় রান না করতে পারার সময়ই বুঝে গিয়েছিলাম যে, ম্যাচে ফিরে আসার একটা সুযোগ রয়েছে। আমরা জানতাম ১৫০-র বেশি রানের লিড পেলে আমাদের জয়ের সুযোগ থাকবে।
দলের দ্বিতীয় ইনিংসে চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানের ১১৮ রানের পার্টনারশিপের ভূয়সী প্রশংসা করেছেন অধিনায়ক কোহলি। তিনি বলেছেন, অসাধারণ একটা পার্টনারশিপ গড়েছে রাহানে ও পূজারা। একইসঙ্গে ঋদ্ধিমান সাহার ইনিংসেরও প্রশংসা করেন অধিনায়ক। তিনি বলেছেন, ইনিংসের একবারে শেষদিকে ঋদ্ধির ইনিংসটা আর উইকেটে টিকে থাকার লড়াই দলের কাছে ছিল বোনাস।
কোহলি সাফ জানাচ্ছেন, প্রথমে দল ২০০-র বেশি রানের লিড চাইছিল। ২২৫-এর মতো রান হলে জেতার সম্ভাবনা রয়েছে। কিন্তু লিডটা যখন ১৮৭ রানেই শেষ হল, তখনই ভেবেছিলাম যে, খেলাটা আজকেই শেষ করতে হবে।
কোহলি বলেছেন, এবার আর পিছনে ফিরে তাকাতে চায় না দল। সিরিজ জেতাটাই লক্ষ্য।
অসি অধিনায়ক বলেছেন, এটা একটা দুর্দান্ত টেস্ট ম্যাচ হল। রাহানে ও পূজারার পার্টনারশিপটাকেই কার্যত ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে মেনে নিয়েছেন স্টিভ স্মিথ।
দ্বিতীয় ইনিংসে দল ব্যাটিংটা ভালো করতে পারেনি বলে মন্তব্য করেছেন স্মিথ। তিনি বলেছেন,এই উইকেটে ব্যাটিংটা আদৌ সহজ ছিল না।
যে কোনও পরিস্থিতিতেই জিততে পারি, সেটাই দেখালাম: কোহলি
ABP Ananda, web desk
Updated at:
07 Mar 2017 05:08 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -