গতকাল খেলা শুরু হওয়ার আগে ট্যুইট করে পাকিস্তানের প্রধানমন্ত্রী তথা প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান টসে জিতে প্রথমে ব্যাটিং করার পরামর্শ দেন। কিন্তু সে কথা শোনেননি সরফরাজ। এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গোটা দল তিন বিভাগেই ভাল পারফরম্যান্স দেখাতে পারছে না। বিরাট কোহলিও জানিয়েছে, ও টসে জিতলে প্রথমে ফিল্ডিং করত। আমরা দু’দিন ধরে পিচ দেখিনি। পিচে সামান্য আর্দ্রতা ছিল। সেই কারণেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিই। আমরা টসে জিতলেও, তার সুযোগ নিতে পারিনি।’
ভারতের বিরুদ্ধে বড় ব্যবধানে হারের পরেও পাকিস্তানের অধিনায়কের দাবি, তাঁর দলের সব খেলোয়াড়ই সেরা পারফরম্যান্স দেখানোর চেষ্টা করেছেন। দুই সিনিয়র ক্রিকেটার মহম্মদ হাফিজ ও শোয়েব মালিকের সঙ্গেও তাঁর কোনও সমস্যা হয়নি বলে দাবি করেছেন সরফরাজ। তিনি আরও বলেছেন, বাকি চারটি ম্যাচ জিতে লড়াইয়ে ফেরার চেষ্টা করবেন।