ধর্মশালা: আক্রমণাত্মক মানসিকতার জন্যই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অসাধারণ সাফল্য পেয়েছে ভারতীয় দল। একদিনের সিরিজেও এভাবেই খেলবে দল। এমনই জানালেন ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে। মিডল অর্ডারের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান বলেছেন, ‘আমার মনে হয় শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। টেস্ট সিরিজে আমরা আগাগোড়া আক্রমণাত্মক মানসিকতা দেখিয়েছি। একদিনের সিরিজেও আমরা সেভাবেই খেলব। বিপক্ষের শক্তি ও দুর্বলতার কথা না ভেবে আমরা নিজেদের শক্তি ও দুর্বলতা অনুযায়ী খেলব।’

টেস্ট সিরিজে কিউয়িদের হোয়াইটওয়াশ করে ৩-০ ফলে সিরিজ জিতেছে ভারত। টেস্টে এখন ভারতই এক নম্বর দল। রবিবার থেকে শুরু হচ্ছে একদিনের সিরিজ। প্রথম ম্যাচের আগে শুক্রবার রাহানে বলেছেন, ‘টেস্ট সিরিজের পর একদিনের সিরিজের দিকে তাকিয়ে আছি আমি। কিন্তু আবার নতুন করে শুরু করতে হবে। প্রথম ম্যাচ জেতা জরুরি।’

টেস্ট সিরিজের পর একদিনের সিরিজের জন্য তৈরি হওয়া প্রসঙ্গে রাহানে বলেছেন, মানসিক প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবেশের সঙ্গেও মানিয়ে নিতে হয়। পেশাদার ক্রিকেটারদের সব ফর্ম্যাটে মানিয়ে নিতে হয়।

পরবর্তী টেস্ট সিরিজগুলির কথা মাথায় রেখে নির্বাচকরা একদিনের সিরিজে রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, রবীন্দ্র জাডেজার মতো সিনিয়রদের বিশ্রাম দিয়ে জয়ন্ত যাদব, অক্ষর পটেল, ধবল কুলকার্নি, মনদীপ সিংহ, মণীস পান্ডের মতো জুনিয়রদের সুযোগ দিয়েছেন। রাহানে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবে তাঁর দায়িত্ব হল সবসময় সতর্ক থাকা এবং যে কোনও বিষয়ে অধিনায়ক বিরাট কোহলিকে পরামর্শ দেওয়া।