মেলবোর্ন: গত তিন বছর ধরে যতবার বিরাট কোহলি ব্যর্থ হয়েছে, ততবার তাঁকে কথা শুনতে হয়েছে। সোশাল মিডিয়ায় অনুষ্কা শর্মা যেন ভিলেন হয়ে যেতেন কোহলি খারাপ খেললেই। অথচ গতকাল পাকিস্তানের বিরুদ্ধে একটা ম্যাচ, বিরাটের একটা ইনিংস সব কিছুই বদলে দিয়েছে। ম্যাচ কোহলির ইনিংসের প্রশংসার সঙ্গে সঙ্গে বিরাট ঘরণীকেও সার্টিফিকেট দিচ্ছেন এখন কোহলির অনুরাগীরা।
সোশাল মিডিয়ায় অনুষ্কাকে ধন্যবাদ জানালেন অনুরাগীরা
বিরাটের অনবদ্য ইনিংস যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনই সোশাল মিডিয়ায় তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকেও ধন্যবাদ জানিয়েছেন সমর্থক, অনুরাগীরা। অনেকই বলেন যে, ''অনুষ্কাকে যদি বিরাটের খারাপ পারফরম্যান্সের জন্য দায়ী করা হয়ে থাকে, তবে এখন তাঁকেও ধন্যবাদ জানানো উচিত।'' আসলে মাঠের বাইরে বিরাট কোহলির চাপ কমানোর দাওয়াই হিসেবে তাঁর স্ত্রী অনুষ্কা সবসময় তাঁর পাশে রয়েছে। গত তিন বছর ধরে যে শতরানের অপেক্ষা করছিলেন কিং কোহলি, সেই খারাপ সময়টা সবসময় স্বামীকে সমর্থন জুগিয়ে গিয়েছেন। সোশাল মিডিয়ায় ভক্তরা হয়ত সেই জন্যই অনুষ্কাকেও এই সাফল্যের জন্য নেপথ্য কারিগর হিসেবে দেখছেন।
এদিকে, রান তাড়া করতে নেমে তিনি যে এখনও চেজ মাস্টার, তা বুঝিয়ে দিয়েছেন আরও একবার বিরাট কোহলি। এবার মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও বিরাটের গতকালের ইনিংস দেখার পর বলে দিলেন যে, এটিই বিরাটের কেরিয়ারের সেরা ইনিংস।
কী বললেন সচিন তেন্ডুলকর?
নিজের ট্যুইটারে বিরাটের ইনিংস দেখার পর সচিন ট্যুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ''নিঃসন্দেহে তোমার জীবনের সেরা ইনিংস। ১৯ তম ওভারে হ্যারিস রউফের বলে ব্যাকফুটে গিয়ে লং অনের ওপর দিয়ে যে ছক্কাটা হাঁকালে ওটা অনবদ্য। তোমাকে খেলতে দেখা সত্যিই অসাধারণ এক অনুভূতি। এভাবেই এগিয়ে যাও।''