কলকাতা: রাজ্যে বিধানসভা ভোট চলছে। রাজনীতি ঘিরে সরগরম বাংলা। তাঁদেরও দম ফেলার ফুরসত নেই। শান্তিশৃঙ্খলা পরিস্থিতি দেখভালের দায়িত্ব সামলাতে হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হচ্ছে।
তবে তারই ফাঁকে ক্রিকেটের মাঠে স্বীকৃতি জিতে নিল পশ্চিমবঙ্গ পুলিশ দল। সিএবি পরিচালিত দ্বিতীয় ডিভিশন ওয়ান ডে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল পশ্চিমবঙ্গ পুলিশ দল। যে দলের অনেকেই ভোটের দায়িত্বে ছিলেন, আছেন, হয়তো বা পরের পর্বগুলোতে থাকবেনও।
মঙ্গলবার ইডেন গার্ডেন্সে ফাইনালে উত্তরপল্লী মিলন সংঘকে সাত উইকেটে হারিয়ে দিল পশ্চিমবঙ্গ পুলিশ। ইডেনে প্রথমে ব্যাট করে উত্তরপল্লী মিলন সংঘের ইনিংস স্থায়ী হয় মাত্র ৩৬.২ ওভার। মাত্র ১৩০ রান করে অল আউট হয়ে যায় তারা। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার সুপ্রিয় পালকে (৯ বলে ১ রান) হারায় তারা। দলের স্কোর তখন মাত্র ৮ রান। এরপর দ্বিতীয় উইকেটে অয়ন ঘোষ ও সাগর রায় প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। দুজনে মিলে ৩২ রান যোগ করেন। কিন্তু ৪৯ বলে দুটি চার মেরে ২২ রান করার পর সৌজন বিশ্বাসের বলে আউট হয়ে যান অয়ন ঘোষ। দলের রান তখন ৪০। একই ব্য়ক্তিগত স্কোর অর্থাৎ ৪৯ বলে ২২ রান করে ফেরেন সাগর রায়ও। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে উত্তরপল্লী মিলন সংঘ। আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ১৩০ রানে অল আউট হয়ে যায়। পশ্চিমবঙ্গ পুলিশের হয়ে সৌজন বিশ্বাস ১০ ওভারে একটি মেডেন-সহ মাত্র ২৫ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন। তিন উইকেট পান শামিম মোদি। দুই উইকেট বিশ্বজিৎ দে-র।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৬.১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় পশ্চিমবঙ্গ পুলিশ। ৩২ বলে ঝোড়ো ৬০ রান করেন উইকেটকিপার জয় রাউথ। ৪৫ রান সন্দীপ দাসের। মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় তারা।