নয়াদিল্লি: অলিম্পিক্সের (Olympics) জন্য আপাতত শিরোনামে প্যারিস (Paris)। চারিদিকে সাজো সাজো রব। তারই মাঝে লাইমলাইটে বলিউডের বাদশাহ্। প্যারিসের মিউজে গ্রিভাঁ (Grevin Museum)-র তরফে বিশেষ সম্মান জানানো হল শাহরুখ খানকে (Shah Rukh Khan)। স্বর্ণমুদ্রায় খোদাই করা হল তাঁর ছবি। তিনিই প্রথম বলিউড তারকা (First Bollywood Actor) যিনি এই সম্মান পেলেন। 


প্যারিসের মিউজে গ্রিভাঁর তরফে বিশেষ সম্মান শাহরুখকে, স্বর্ণমুদ্রায় কিং খান


তিনি বলিউডের বাদশাহ্, কিং খান। তাঁর কাজ থেকে ব্যক্তিত্ব, সবেতেই মন দিয়ে বসে আছে গোটা দেশ। তবে তিনি যে বিদেশেও একইভাবে নিজের দক্ষতার ছাপ রেখেছেন এবং ভালবাসা পেয়েছেন তা সকলেরই জানা। এবার সেই তালিকায় জুড়ল আরও এক নাম। প্যারিসের বিখ্যাত মিউজিয়াম 'গ্রিভাঁ'র তরফে তারকাকে বিশেষ সম্মান দিয়ে তৈরি হল সোনার মুদ্রা। 


Grevin Glasse of Paris-এর তরফে এই মুদ্রা প্রকাশ করা হয়েছে 'জওয়ান' অভিনেতাকে সম্মান জানিয়ে। সোশ্যাল মিডিয়ায় ভরেছে সেই ছবি। স্বর্ণমুদ্রায় স্যুটবুট পরা অবয়ব দেখলে অনুরাগীদের চিনতে বিশেষ সমস্যা হয় না। শাহরুখই প্রথম বলিউড তারকা যিনি এই সম্মান পেলেন। 


 






আরও পড়ুন: Abhishek-Aishwarya: 'একটা সূক্ষ্ম তফাত আছে যেটা...', অভিষেকের সঙ্গে তুমুল 'ঝগড়া' নিয়ে কী বলেন ঐশ্বর্যা?


প্রসঙ্গত চলতি মাসের শুরুর দিকেই জানা যায়,  'লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল'-এ (Locarno Film Festival) বিশেষ সম্মানে ভূষিত হবেন শাহরুখ। ফেস্টিভ্যালের সাইটে এই খবর প্রকাশ করা হয়। শাহরুখ খানের 'ভারতীয় সিনেমায় দুর্দান্ত কেরিয়ার' উদযাপন করে 'কেরিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড' (career achievement award) তুলে দেওয়া হবে তাঁর হাতে। 'লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল' হচ্ছে মর্যাদাপূর্ণ Pardo alla Carriera। ১০ অগাস্ট একটি 'ওপেন এয়ার' অর্থাৎ খোলা ভেন্যু 'Piazza Grande'-এ শাহরুখ খানের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। সঞ্জয় লীলা ভনশালী পরিচালিত, শাহরুখের অন্যতম হিট ছবি 'দেবদাস' দেখানো হবে চলচ্চিত্র উৎসবে। এরপর ১১ অগাস্ট এক কথোপকথনে অংশ নেবেন অভিনেতা।


টানা প্রায় ৪ বছরের বিরতির পর ২০২৩ সালে পরপর তিনটি ছবি মুক্তি পায় শাহরুখ খানের। তিনটিই বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করে। জানুয়ারি মাসে 'পাঠান' রেকর্ড ব্যবসা করে। সেই রেকর্ড ভাঙে সেপ্টেম্বরে মুক্তি পাওয়া 'জওয়ান'। ডিসেম্বরে মুক্তি পায় 'ডাঙ্কি', যা আগের দুই ছবির মতো না হলেও ব্লকবাস্টার হিট হয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।