পচেস্ট্রম: রবিবার ভারত বনাম বাংলাদেশ অনূর্ধ্ব- ১৯ বিশ্বকাপ ফাইনালের মীমাংসা হল ঠিকই, তবে তা জন্ম দিয়ে গেল নতুন বিবাদেরও। উত্তেজনার আঁচ বাড়তে বাড়তে শেষ পর্যন্ত জন্ম হল এক ‘অপ্রত্যাশিত’ ঘটনার। শুধু দক্ষিণ আফ্রিকার পচেস্ট্রমই নয়, সেই হতশ্রী, কদর্য ছবিটা দেখল গোটা ক্রিকেট বিশ্ব। ম্যাচ জিতে ভারতীয় ক্রিকেটারদের ঘিরে উল্লাসে মাতলেন বাংলাদেশি ক্রিকেটাররা। এখানেই শেষ নয়। প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশে কটূক্তি করতেও থামল না বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্ম। চক্রব্যূহে পড়ে গালিগালাজ ও কটূক্তি শুনলেন যশস্বী জয়সোয়াল, দিব্যাংশ সাক্সেনা, তিলক বর্মার মতো তরুণরা। পাল্টা জবাব দিতেই দুই দলের ক্রিকেটারদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি কাণ্ডও বেঁধে গেল।



ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন বাংলাদেশি অধিনায়ক তথা ম্যান অব দ্য ম্যাচ আকবর আলি। তিনি বলেন, “স্বপ্নপূরণ হল। তবে ম্যাচ শেষে যেটা হল সেটা একেবারেই অপ্রত্যাশিত। আমি ভারতীয় দলকেও অভিনন্দন জানাচ্ছি।” সাংবাদিক বৈঠকে এসে তিনি বলে গেলেন, “যা হয়েছে, তা না হওয়াই কাম্য ছিল। বিপক্ষকে সব সময় সম্মান জানানো উচিত। আমি আমার দলের হয়ে ক্ষমা চাইছি।”


দেখুন ভিডিও: দিব্যাংশের মুখ বরাবর বল ছুড়েও ক্ষমা চাইতে অস্বীকার সাকিবের


ম্যাচ হেরে ভারতীয় অধিনায়ক প্রিয়ম গর্গ বলে গেলেন, টসে হারা জেতা বড় ফ্যাক্টর নয়। উইকেট বোলারদের জন্য অনুকূল ছিল। বাংলাদেশের বোলাররা ভাল শুরু করেছিল। তাঁর আক্ষেপ, ২১৫ থেকে ২২০ রান করতে পারলে  ম্যাচের ছবিটা অন্যরকম হত।