কলকাতা: চেন্নাইয়ের মাঠে চেন্নাইন এফসি-কে দাপুটে ফুটবল খেলে ৩-১-এ হারানো যে কৃতিত্বের তা খুবই ভাল করে জানেন মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হুয়ান ফেরান্দো। তাই দলের ছেলেদের খেলায় খুশি তিনি।
দাপুটে ফুটবল খেলে এ দিন দু’বারের আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইন এফসি-কে ৩-১-এ হারায় গতবারের কাপ চ্যাম্পিয়ন মোহনবাগান এসজি। চলতি লিগে টানা তৃতীয় জয় পায় তারা। গতকাল ২২ মিনিটের মাথায় দিমিত্রিয়স পেট্রাটস প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের বাড়তি সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান বাড়ান জেসন কামিংস। দ্বিতীয়ার্ধের দশ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে গোল করে ব্যবধান কমান রাফায়েল ক্রিভেলারো। কিন্তু পরবর্তী মিনিটেই গোল করে দলের জয় নিশ্চিত করেন মনবীর সিং। রীতিমতো আধিপত্য দেখিয়ে জয়ের পর ফেরান্দো সাংবাদিকদের বলেন, “দলের ছেলেদের খেলায় আমি খুশি। এ পর্যন্ত অনেকগুলো ম্যাচ আমরা খেলেছি। একসঙ্গে এএফসি কাপ, ডুরান্ড কাপ, কলকাতা লিগ, আইএসএল সবই খেলছি। সবেতেই আমরা ভাল খেলার যথেষ্ট চেষ্টা করছি। সেজন্যই আমি খুশি। অনুশীলন, ম্যাচ সবেতেই ছেলেরা যথেষ্ট ভাল কাজ করছে। তবু বলব আমাদের আরও উন্নতি করতে হবে। অনেক সুযোগ নষ্ট করেছি। আজ প্রথমার্ধে আমাদের একাধিক সুযোগ হাতছাড়া হয়েছে। ওঠা-নামার ক্ষেত্রেও সমস্যা ছিল। এক্ষেত্রে আমি পুরোপুরি খুশি নই ঠিকই। তবে এ জন্য খেলোয়াড়দের সম্পুর্ণ দোষ দেব না। ওদের নিয়ে এখনও কাজ করতে হবে”।
টানা তৃতীয় জয়ের ফলে ন’পয়েন্ট নিয়ে লিগতালিকার শীর্ষেই রয়ে গেল মোহনবাগান এসজি। কিন্তু টানা তৃতীয় চেন্নাইন এফসি লিগ তালিকার সর্বশেষ স্থানে নেমে গেল। শনিবারের এই ম্যাচের পর মোহনবাগান এসজি সেই ২৪ অক্টোবর ভুবনেশ্বরের মাঠে নামবে বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে, এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচে। তাই আপাতত দু’সপ্তাহেরও বেশি ছুটি সবুজ-মেরুন শিবিরে।
দলের ছুটি হলেও দলের খেলোয়াড়দের সবার ছুটি নেই। বরং আরও বড় দায়িত্ব নিয়ে ভারতীয় দলের হয়ে খেলতে যেতে হবে দলের সাতজন খেলোয়াড়কে। তারা দু-তিন দিনের মধ্যে ক্লাবের শিবির ছেড়ে ভারতীয় দলের শিবিরে যোগ দিতে যাবেন। তবে হাতের কাছে যাঁরা থাকবেন, তাঁদের নিয়ে প্রস্তুতি জারি রাখতে চান ফেরান্দো বলেন,“সামনের দীর্ঘ বিশ্রামে আমাদের পরবর্তী ম্যাচগুলোর জন্য প্রস্তুতি নিতে হবে। এরপর আমাদের সামনে এএফসি কাপের দুটো ম্যাচ আছে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ কবে হবে জানি না। পুজোর উৎসব আছে ওই সময়ে। তাই এই নিয়ে ধন্দে রয়েছি। সামনে অনেক ম্যাচ আছে আমাদের”।