একমাত্র সচিনের সঙ্গেই তুলনা হতে পারে কোহলির, বললেন শাস্ত্রী
Web Desk, ABP Ananda | 22 Aug 2018 07:27 PM (IST)
নটিংহ্যাম: বিরাট কোহলির উচ্ছ্বসিত প্রশংসা করে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী ভারতীয় অধিনায়কের সঙ্গে একমাত্র প্রবাদপ্রতিম সচিন তেন্ডুলকরেরই তুলনা চলতে পারে বলে অভিমত জানালেন। শাস্ত্রী একটি বিদেশিকে চ্যানেলকে সাক্ষাত্কারে বলেন, কোহলি খেলার ব্যাপারে খুবই আবেগময়। ব্যাটিং ভালবাসে। ঘাম ঝরাতে ভালবাসে। ওর ওয়ার্ক এথিকের ধারেকাছে কেউ নেই। আর কোনও ক্রিকেটারকে দেখছি না। ম্যাচের প্রস্তুতি, পরিস্থিতি আগে থেকে কল্পনা করা, প্ল্যানিং কষে ফেলা, বাস্তব পরিস্থিতির সঙ্গে তাল মেলানো-এগুলি যে কোনও মানুষেরই বিরাট গুণ। আর এ ব্যাপারে আমি ওর পাশে রাখব সচিন তেন্ডুলকরকে। কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের তিন ম্যাচে দুটি সেঞ্চুরি সমেত ৪৪০ রান করেছেন, ২০৩ রানে নটিংহ্যাম টেস্টে জিতে ঘুরে দাঁড়িয়েছে ভারত। শাস্ত্রীর বক্তব্য, এই টেস্টে ৯৭ ও ১০৩ রানের দুটি ঝকঝকে ইনিংস খেলার পরও পরের ম্যাচে একেবারে নতুন মেজাজে মাঠে নামবেন কোহলি। আমি বাজি ধরে বলতে পারি, এই দুটো ইনিংস ও ভুলে গিয়েছে। এমনভাবে এরপর মাঠে নামবে যেন এই সিরিজে রানই পায়নি। পাশাপাশি প্রাক্তন অলরাউন্ডারের ফের দাবি, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বর্তমান ফাস্ট বোলিং ইউনিট সেরা হিসাবে এক মাইল এগিয়ে রয়েছে। বেঞ্চের শক্তির মাপকাঠিতেও ওরা এগিয়ে। ইংল্যান্ডের পরিস্থিতিতে সবচেয়ে সেরা ক্ষমতাবান দুই বোলার হতেন যশপ্রীত বুমার ও ভুবনেশ্বর কুমার। ওদের একদিনের সিরিজ থেকে পাওয়া যায়নি, টেস্ট সিরিজের শুরুতেও নয়। তাই আমরা একটা ইউনিট হিসাবে খেলতে পারিনি। তারপর ইশান্ত, শামি আছে। রিজার্ভে আছে উমেশ। দারুণ বল করছে। যে কোনও সময় দলে আসতে পারে ওরা।