অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে বাঁ হাতি স্পিনার স্টিভ ও’কিফ ও মিচেল স্টার্ক যথেষ্ট বিব্রত করেছেন পূজারাকে। চোটের জন্য স্টার্ক চলতি সিরিজ থেকে ছিটকে গেলেও, কোনও অঘটন ছাড়া পরের দুটি টেস্টে খেলবেন ও’কিফ। সেই কারণেই নেটে পূজারাকে বাঁ হাতি স্পিন বোলিং করলেন কুম্বলে। ভারতের ফিল্ডিং কোচ আর শ্রীধরও কুম্বলের মতোই বাঁ হাতি স্পিন বোলিং করে পূজারাকে সাহায্য করেন। তাঁদের দু জনের এই বোলিংয়ের ফলে উপকার হয়েছে বলে জানিয়েছেন পূজারা। এভাবে অনুশীলন করেই তিনি ও’কিফের বিরুদ্ধে সফল হতে চাইছেন। ভিডিওতে দেখুন, পূজারাকে সাহায্য করতে নেটে বাঁ হাতে বল করলেন কুম্বলে
Web Desk, ABP Ananda | 10 Mar 2017 08:07 PM (IST)
রাঁচি: ক্রিকেটার জীবনে ডান হাতি স্পিনার ছিলেন অনিল কুম্বলে। তাঁকে এর আগে কোনওদিন বাঁ হাতে বল করতে দেখা যায়নি। কিন্তু আজ ভারতীয় দলের অনুশীলনে প্রধান কোচকে বাঁ হাতে বল করতে দেখা গেল। বাঁ হাতি বোলারদের বিরুদ্ধে ভারতের নির্ভরযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পূজারার দুর্বলতা দূর করার জন্যই কুম্বলে হয়ে গেলেন বাঁ হাতি বোলার।