নয়াদিল্লি: স্ত্রী সাক্ষী, মেয়ে জিভাকে নিয়ে সুখী সংসার করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। সাক্ষীর সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত মধুর। সবসময় ধোনিকে সমর্থন করেন সাক্ষী। তবে ছোটবেলা থেকে একে-অপরকে চিনলেও, মাঝে একেবারেই যোগাযোগ ছিল না তাঁদের। ধোনির জীবনে এসেছিলেন অন্য কয়েকজন মহিলা। কিন্তু বিভিন্ন কারণে সেই সম্পর্ক টেকেনি। শেষপর্যন্ত সাক্ষীর সঙ্গে আবার দেখা হয় ধোনির। এরপর তাঁরা বিয়ে করেন।
ধোনি ও সাক্ষী দু জনের বাবাই রাঁচির মেকনে চাকরি করতেন। দুই পরিবারের ঘনিষ্ঠতা ছিল। ফলে ধোনি ও সাক্ষী ছোটবেলা থেকেই একে অপরকে চিনতেন। এমনকী, তাঁরা একই স্কুলে পড়তেন। কিন্তু তখন শুধুই বন্ধুত্ব ছিল। পরে সাক্ষীরা দেহরাদুনে চলে যান। তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ধোনির জীবনে আসেন প্রিয়ঙ্কা ঝা। এক মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। পরবর্তীকালে আরও কয়েকজনের সঙ্গে ধোনির নাম জড়ায়। এরই মধ্যে ২০০৭ সালের শেষদিকে কলকাতার একটি পাঁচতারা হোটেলে আচমকাই ধোনির সঙ্গে দেখা হয় ছোটবেলার বন্ধু সাক্ষীর। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে কলকাতায় এসেছিলেন ধোনি। সাক্ষী সেই সময় ওই হোটেলে ইন্টার্ন হিসেবে কর্মরতা ছিলেন। ফের দেখা হওয়ার পর নতুন করে তাঁদের সম্পর্ক তৈরি হয়। যে সম্পর্ক অটুট।
ধোনির জীবন থেকে হারিয়ে গিয়েছিলেন সাক্ষী!
Web Desk, ABP Ananda
Updated at:
26 Apr 2017 03:50 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -