যখন মণীশ পান্ডের সঙ্গে সলমনের তুলনা করলেন রোহিত শর্মা
ABP Ananda, web desk | 11 Sep 2017 04:31 PM (IST)
মুম্বই: ভারতীয় দলের খেলোয়াড়দের মধ্যে দারুন বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। এই বন্ধুত্বের বহিঃপ্রকাশ কখনও কখনও সোশ্যাল মিডিয়াতেও দেখা যায়। এখানে বিভিন্ন ধরনের মেসেজ দেখে টিম ইন্ডিয়ার ক্রিকেটার সম্পর্কের একটা ঝলক দেখতে পান অনুরাগীরা। যেমন রোহিত শর্মা ট্যুইটারের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সহ খেলোয়াড় মণীষ পান্ডেকে। তবে শুধু জন্মদিনের শুভেচ্ছা বার্তাই নয়। যেভাবে রোহিত মণীশকে সম্বোধন করেছেন, তাতে দুজনের সম্পর্কের গভীরতাই ধরা পড়েছে। রোহিতের ট্যুইট মণীশের জন্য ‘চুলবুল পান্ডে’ শব্দ ব্যবহার করেছেন। এই নাম ছিল সলমন খানের হিট সিনেমা ‘দাবাং’-এর প্রধান চরিত্রর। সেই অর্থে সলমনের সঙ্গে জুড়ে মণীশকে শুভেচ্ছা জানিয়েছেন রোহিত।