তিরুঅনন্তপুরম: মাঠের মধ্যে বিরাট কোহলি কতটা অ্যাগ্রেসিভ থাকেন তা সকলের জানা। কিন্তু মাঠের বাইরে ফ্যানদের সময় দিতে কসুর করেন না তিনি। এমনকী নিরাপত্তা বলয় ভেঙেও মিশে যেতে পারেন ভক্তমণ্ডলীর মধ্যে।

তিরুঅনন্তপুরম বিমানবন্দরে বিরাট সহ ভারতীয় দলকে স্বাগত জানাতে এসেছিল একঝাঁক ছোট ছেলেমেয়ে। শারীরিক সমস্যার জেরে সকলেই বসেছিল হুইলচেয়ারে। নিয়ে এসেছিল হাতে আঁকা প্রিয় ক্রিকেটারের ছবি আর কোলাজ। দেখে ভারতীয় দলের অধিনায়ক কোহলি নিজে নিরাপত্তা বলয় ভেঙে তাদের মধ্যে চলে আসেন। প্রত্যেকের ফোন হাতে নিয়ে তাদের সঙ্গে সেলফি তোলেন, দরাজ হাতে বিলি করেন অটোগ্রাফ।

দেখুন সেই ভিডিও




একটু দূরে তখন তাঁর জন্য অপেক্ষারত গোটা টিম। কিন্তু টিম বাস ছাড়তে দেরি হলেও তাতে গুরুত্ব দেননি বিরাট। ফ্যানদের সঙ্গে যতটা সম্ভব সময় কাটান তিনি।