কলকাতা: ক্রিকেট মাঠে ব্যাটে ঝড় তুলেছেন বারবার। তাঁর বিধ্বংসী ব্যাটিং একটা সময় বিপক্ষ দলগুলির রাতের ঘুম কেড়ে নিয়েছিল। টেস্ট হোক বা সীমিত ওভারের ক্রিকেট- ওপেনার হিসেবে ব্যাটিংয়ে নয়া মাত্রা জুড়েছিলেন নজফগড়ের নবাব। তিনি বীরেন্দ্র সহবাগ। সহ খেলোয়াড়রা বলেন, কিশোর কুমারের গান গাইতে গাইতে ব্যাটিং করতেন বীরু। ব্যাট হাতে বিপক্ষ দলকে উড়িয়ে দেওয়ার মানসিকতা ও ভয়ডরহীন মেজাজের মিশেল তাঁকে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা এন্টারটেইনারের তকমা এনে দিয়েছিল।
মাঠের বাইরে বরাবর হাসিখুশি বীরু। ক্রিকেট থেকে অবসর নেওযার পর সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছেন সহবাগ। বিভিন্ন সময় তাঁর বুদ্ধিদীপ্ত-সরস ট্যুইট নজর কেড়েছে। বীরু সোশ্যাল মিডিয়ায় দৈনন্দিন জীবনের ঘটনা নিয়েও ছবি ও ভিডিও শেয়ার করেছেন। এই তালিকায় সাম্প্রতিক সংযোজন একটি ভিডিও। স্বামী-স্ত্রী ও শাশুড়ির সম্পর্ক নিয়ে হাস্যরসাত্মক ভিডিওটি। ভিডিও দেখে হাসি সামলানো অসম্ভব।
দেখুন সেই ভিডিও-