কলম্বো: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টও জিতে তাদের হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল শ্রীলঙ্কা। এই প্রথম কোনও বড় দলকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা। এই নিয়ে টানা তৃতীয়বার ভারতীয় উপমহাদেশে টেস্ট সিরিজে হারল অস্ট্রেলিয়া।
প্রথম দুটি টেস্ট জেতার পর তৃতীয় টেস্টেও সহজ জয় পেল শ্রীলঙ্কা। শুরুতে কোণঠাসা হয়ে পড়লেও, লড়াই করে টেস্ট জিতে নিল অ্যাঞ্জেলো ম্যাথুজের দল। জয়ের ব্যবধান ১৬৩ রানের। ৩২৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬০ রানেই শেষ হয়ে গেল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ সাত উইকেট নিয়ে ফের জয়ের নায়ক।
আজ সকালে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার (৬৮) ও শন মার্শ (২৩) শুরুটা ভাল করেছিলেন। কিন্তু মার্শ আউট হওয়ার পর থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। গোটা ইনিংসে মাত্র চার জন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পেরেছেন।
অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল শ্রীলঙ্কা
Web Desk, ABP Ananda
Updated at:
17 Aug 2016 12:00 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -