বিরাট কোহলিকে জিজ্ঞাসা করুন ও সবসময় রেগে থাকে কেন, মন্তব্য কাইরন পোলার্ডের
Web Desk, ABP Ananda | 19 Dec 2019 05:01 PM (IST)
টি-২০ সিরিজে কেসরিক উইলিয়ামসের সঙ্গে বিরাটের দ্বৈরথ ক্রিকেটপ্রেমীদের নজর কেড়ে নিয়েছিল।
বিশাখাপত্তনম: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজে ভারতের অধিনায়ক বিরাট কোহলি কেন এত উত্তেজিত হয়ে আছেন, সে বিষয়ে তাঁর কোনও ধারণা নেই বলে জানালেন বিপক্ষ অধিনায়ক কাইরন পোলার্ড। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘ও কেন এত রেগে আছে, সেই প্রশ্ন ওকে করুন। আমি এই প্রশ্নের জবাব দিতে পারব না। ও জবাব দিক। এ বিষয়ে আমার কোনও ধারণা নেই। আমি কিছু জানি না।’ টি-২০ সিরিজে কেসরিক উইলিয়ামসের সঙ্গে বিরাটের দ্বৈরথ ক্রিকেটপ্রেমীদের নজর কেড়ে নিয়েছিল। একদিনের সিরিজের প্রথম ম্যাচে রবীন্দ্র জাডেজা বিতর্কিত সিদ্ধান্তে রানআউট ঘোষিত হওয়ার পর অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় ভারতের অধিনায়ককে। গতকাল দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথম বলেই আউট হয়ে যাওয়ার পর তাঁকে মেজাজ হারাতে দেখা যায়। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন পোলার্ড। গতকালের ম্যাচ প্রসঙ্গে ক্যারিবিয়ান অধিনায়ক বলেছেন, ‘আমরা ভাল জায়গায় ছিলাম। কিন্তু কোনও দল নিয়মিত উইকেট হারালে ব্যাকফুটে চলে যায়। আমাদের রান তাড়া করার সময় সেটাই হয়েছে। ৩৮৮ রান তাড়া করতে নেমে সবাই উইকেটে থিতু হওয়ার বদলে নিজেদের মেলে ধরতে চায়। ভারতের ইনিংসের শেষ ১০ ওভারে আমরা ১২৭ রান দিয়েছি। সেখানেই আমরা হেরে গিয়েছি। তার আগে পর্যন্ত লড়াই করছিলাম।’