মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য-- অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক রোহিত শর্মার মধ্যে সংঘাতের আবহ রয়েছে বলে যে জল্পনা উঠেছে, তা পুরোপুরি নস্যাৎ করলেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। তিনি জানান, ১৫ জনের দলে মতামত ভিন্ন থাকতেই পারে।
শাস্ত্রী বলেন, আমি গত পাঁচ বছর ধরে ভারতের ড্রেসিং রুমের অংশ। আমি দেখেছি, ছেলেরা কেমন খেলেছে। কেমন তাঁরা দলকে সমর্থন করেছে। আমি সকলের এথিক্স জানি। ফলে, যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন ও হাস্যস্পদ। যদি সেটাই সত্যি হত, তাহলে বিশ্বকাপে রোহিতের কী করে পাঁচটি শতরান হল? কেন বিরাট সেটাই করত, যা ও করে এসেছে? কী করে বিরাট ও রোহিতের এত বড় বড় পার্টনারশিপ হল?
হেড কোচের মতে, ড্রেসিং রুমের পরিবেশ এমন যেখানে সকলে নিজের নিজের মতামত ব্যক্ত করতে পারে। দলের উন্নতির জন্য নতুন পন্থা আমদানি করতে পারে। বলেন, ১৫ জনের দলে মতামত ভিন্ন থাকতেই পারে। সেটা হওয়া উচিত। আমি চাই না, সকলেই একই মত পোষণ করুক। দলের মধ্যে আলোচনা প্রয়োজন। কারণ, তার মাধ্যমে নতুন আইডিয়া উঠে আসে। সেগুলিকে উৎসাহ দেওয়া প্রয়োজন। ফলে, ছেলেরা যাতে নিজ নিজ মতামত জানাতে পারে, তার সুযোগ দেওয়া উচিত। শেষে যেটা সবচেয়ে ভাল, সেটাই গ্রহণ করা বাঞ্ছনীয়।
শাস্ত্রীর দাবি, দলকে সমর্থন করাটা গুরুত্বপূর্ণ। যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা উদাহরণ ও দৃষ্টান্ত স্থাপন করে যেতে পারে বর্তমান দল। ঠিক যেমন, আটের দশকে ওয়েস্ট ইন্ডিজ বা শতাব্দীর গোড়ায় অস্ট্রেলিয়া করে দেখিয়েছে-- তেমন একটা যুগ স্থাপন করার সুবর্ণ সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। আমরা সেই লক্ষ্যেই এগোচ্ছি।
কোহলির সঙ্গে সংঘাত থাকলে বিশ্বকাপে পাঁচটা শতরান কী করে হল রোহিতের? জল্পনা উড়িয়ে প্রশ্ন শাস্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
10 Sep 2019 05:03 PM (IST)
শাস্ত্রী বলেন, আমি গত পাঁচ বছর ধরে ভারতের ড্রেসিং রুমের অংশ।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -